পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে আকাশ পর্যবেক্ষণ কর্মশালা
1 min readপশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে আকাশ পর্যবেক্ষণ কর্মশালা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩ ডিসেম্বর:পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে রবিবার কালিয়াগঞ্জ কলেজে একটি আকাশ পর্যবেক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। চোপড়া থেকে কালিয়াগঞ্জ – জেলার বিভিন্ন বিজ্ঞান কেন্দ্র থেকে ৬০ জন প্রতিনিধি এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
খালি চোখে আকাশ দেখা, গ্রহ নক্ষত্র ও নক্ষত্রমণ্ডলী চেনা এবং দূরবীনের মাধ্যমে আকাশের সাথে পরিচিত হলেন কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা। উদ্যোক্তারা জানান, মানুষের জীবনের ওপর গ্রহ নক্ষত্রের অবস্থানের কোন প্রভাব নেই, তা স্বত্ত্বেও জ্যোতিষ নামক অপবিজ্ঞানের প্রতি সমাজের অনেক মানুষের অন্ধবিশ্বাস রয়েছে,
অন্যদিকে দেশের সরকারের মদতে পাঠ্যপুস্তকে জ্যোতিষের মত অপবিজ্ঞান ঠাঁই পেয়েছে — এর বিপরীতে মহাকাশ সম্পর্কে সঠিক জ্ঞান ও ধারণা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এই কর্মশালা।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাকাশ বিশেষজ্ঞ প্রসাদ চক্রবর্তী, কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ডঃ পীযুষ দাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলার সভাপতি অঞ্জন মজুমদার, সম্পাদক পার্থ প্রতিম ভদ্র এবং সুজয় সরকার।