পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে কালিয়াগঞ্জ কলেজে আকাশ পর্যবেক্ষণ কর্মশালা_
1 min readপশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে কালিয়াগঞ্জ কলেজে আকাশ পর্যবেক্ষণ কর্মশালা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২ ডিসেম্বর: রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়া গঞ্জ কলেজে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে আকাশ পর্যবেক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে কালিয়াগঞ্জ ব্লকের বিজ্ঞান মঞ্চের সম্পাদক সুজয় সরকার জানান।তিনি বলেন এই কর্মশালায় বক্তব্য রাখবেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ড: পীযুষ কুমার দাস।
আলোচনা হবে জ্যোতির্বিজ্ঞান জ্যোতিষ চর্চা ওবিজ্ঞান আন্দোলন নিয়ে।আলোচনায় অংশ নেবেন বিপুল মৈত্র।আলোচনা হবে_ “চলো যাই আকাশ দেখি”আলোচনা।করবেন অঞ্জন মজুমদার ও প্রসাদ চক্রবর্তী।হবে জোন ভিত্তিক কিট প্রদান ও বিভিন্ন মডেল পর্যবেক্ষণ।বক্তব্য রাখবেন অপূর্ব মণ্ডল,সূর্য নারায়ন চক্রবর্তী,কৌশিক চক্রবর্তী ও বরুণ গাঙ্গুলি।প্রাচীন ভারতে বিজ্ঞান ও প্রযুক্তি_বাস্তব ও কল্পকাহিনী আলোচক ড:পার্থ প্রতিম ভদ্র।মাঠে আকাশ পর্যবেক্ষণ এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মত বিনিময়।সঞ্চালনায় অনিরুদ্ধ সিনহা,তাপস জোয়ারদার এবং কানছিরাম রায়।অনুষ্ঠান শুরু হবে বেলা ১১টায় বলে জানিয়েছেন সুজয় সরকার।