December 23, 2024

মীর্জাগড়ে ১৪ হাত বোল্লাকালীর পূজাকে কেন্দ্র করে চলছে জোর তৎপরতা

1 min read

মীর্জাগড়ে ১৪ হাত বোল্লাকালীর পূজাকে কেন্দ্র করে চলছে জোর তৎপরতা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩০ নভেম্বর:দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালির মত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকা পুর অঞ্চলের মির্জাগড়ে পূজাকে কেন্দ্র করে চলছে জোর তৎপরতা।মির্জগর সার্বজনীন বোল্লা কালী পূজা কমিটির সভাপতি সুজিত কুমার বর্মন এক সাক্ষাৎকারে বলেন দক্ষিণ দিনাজপুর জেলার বড় বোল্লা কালির পূজায় আমাদের এই সব অঞ্চলের মানুষ যেতে পারেনা প্রথমত দূরের জন্য

এবং দ্বিতীয়ত তার সাথে যুক্ত আর্থিক দিক।তিনি বলেন আমরা সেই কারনে এই মির্জা গড়ে গত ১৫ বছর ধরে বোল্লা কালির অনুকরণে পূজা করে আসছি।সুজিত বাবু বলেন তাদের মা ১৪ হাত লম্বা।সুজিত বর্মন বলেন তাদের এই পূজা করতে কালিয়াগঞ্জ ব্লকের সমস্ত এলাকার মানুষ ভীষন ভাবে সহায়তা করে থাকে।মির্জাগড়ের বোল্লা মায়ের পূজা অত্যন্ত আচার নিষ্ঠা ভক্তিভরে হয়ে থাকে।আগামী কাল পূজার রাতে হাজার হাজার ভক্ত এই পূজা দেখতে দুর দূরান্ত গ্রাম থেকে আসে পূজা দেখতে।পূজাকে কেন্দ্র করে চলে সাত দিন ধরে বিশাল মেলা।পূজায় যাতে কোন ভাবেই আইনশৃঙ্খলার অবনতি না ঘটে তার জন্য কালিয়াগঞ্জ থানা থেকে রাধি কাপুরের মির্জগরের মায়ের পূজা নিরবিঘে ও শান্তিতে হয় তার জন্য ব্যাপক পুলিশি ব্যাবস্থা করা হয়েছে বলে গ্রাম বাসীরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *