December 24, 2024

কালিয়াগঞ্জের নাসিরহাটের হত দরিদ্রঘরের মেয়ে শীলা বাংলার খো খো দলে অনুর্ধ ১৪তে জাতীয় স্তরে খেলার সুযোগ পেল

1 min read

কালিয়াগঞ্জের নাসিরহাটের হত দরিদ্রঘরের মেয়ে শীলা বাংলার খো খো দলে অনুর্ধ ১৪তে জাতীয় স্তরে খেলার সুযোগ পেল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩০নভেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নাসির হাট গ্রামের ষষ্ঠ শ্রেণীর লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যা ভবনের ছাত্রী শীলা বর্মন উত্তর দিনাজপুর খো খো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলার অনুর্ধ ১৪ বিভাগে জাতীয় স্তরে খেলার সুযোগ পাওয়ায় জেলার খো খো অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে খুশির বন্যা দেখা যায়।উত্তর দিনাজপুর জেলার খো খো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা জাতীয় স্তরের খো খো খেলার রেফারি বরুণ দাস এক সাক্ষাৎকারে বলেন উত্তর দিনাজপুর খো খো অ্যাসোসিয়েশনের শীলা বর্মন আমাদের জেলার গর্ব।হত দরিদ্র এই সোনার মেয়ে শীলা গত ২৭ সে নভেম্বর নদীয়া জেলার রানাঘাটে খো খো খেলার জাতীয় স্তরে খেলবার জন্য বাংলার ১৫ জনের খোখো দলে খেলবার ছার পত্র পায় বলে জানান।বরুণ বাবু বলেন আগামী ১৩ই ডিসেম্বর থেকে ১৭ ই ডিসেম্বর কর্নাটকে জাতীয় স্তরের খো খো খেলা চলবে।

শীলা বর্মন উত্তর দিনাজপুর খো খো অ্যাসোসিয়েশনের হয়ে জাতীয় স্তরে খেলবার জন্য বৃহস্পতিবার কালিয়াগঞ্জ থেকে রাধিকাপুর_ কলকাতা ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়।আগামী ১লা ডিসেম্বর থেকে ব্যান্ডেলে কয়েক দিনের প্রশিক্ষণ নিয়ে শীলা পশ্চিমবঙ্গ খো খো অ্যাসোসিয়েশনের বাংলা দলে অনুর্ধ ১৪.দলের ১৫ জনের দলের সাথে কর্নাটকের উদ্দেশ্যে রওনা দেবে বলে অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বরুণ দাস জানান।লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যাভবনের প্রধান শিক্ষক সুজিত পাল এক সাক্ষাৎকারে বলেন শীলা বর্মন অতি দরিদ্র ঘরের মেয়ে হলেও খো খো খেলার প্রতি তার ভালোবাসা এবং তার সাধনা তাকে জাতীয় স্তরে খেলার সুযোগ করে দিয়েছে।আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে ওকে আশীর্বাদ করবো শীলা বর্মন বাংলা দলের হয়ে খেলে দলকে জয়ী করে আমাদের বিদ্যালয়ের সাথে রাজ্যের মুখ উজ্বল করবে বলেই আমার বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *