December 22, 2024

রাজ্য ৬৭ তম স্কুল গেমসে উত্তর দিনাজপুর জেলার ছাত্র মহম্মদ মহসিন আওয়াল তিনহাজার মিটার দৌড়ে স্বর্ণ পাদক ছিনিয়ে নিল

1 min read

রাজ্য ৬৭ তম স্কুল গেমসে উত্তর দিনাজপুর জেলার ছাত্র মহম্মদ মহসিন আওয়াল তিনহাজার মিটার দৌড়ে স্বর্ণ পাদক ছিনিয়ে নিল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২১ নভেম্বর:কলকাতার সল্ট লেকে রাজ্য ৬৭ তম স্কুল এথেলেটিক গেমসে উত্তর দিনাজপুর জেলার জয় জয়কার।উত্তর দিনাজপুর জেলার মহম্মদ মহসিন আওয়াল তিন হাজার মিটার দৌড়ে রেকর্ড সৃষ্টি করে স্বর্ণ পদক ছিনিয়ে আনার জন্য তাকে জেলার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। জানা যায় উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ২৭ জন ছাত্র ছাত্রী রাজ্য স্তরের এই এথেলেটিক গেমসে অংশ গ্রহণ করে। যার মধ্যে ১৫ জন বিভিন্ন বিভাগে পুরস্কার ছিনিয়ে আনে।

সব চেয়ে উল্লেখ্যযোগ্য ঘটনা মহম্মদ মহসিন আউয়াল তিন হাজার মিটার দৌড়ে স্বর্ণ পদক পেয়ে উত্তর দিনাজপুর জেলার খেলাধুলার ক্ষেত্রে সন্মান বৃদ্ধি করেছে।উত্তর দিনাজপুর জেলা স্কুল গেমসের পক্ষ থেকে কোচ সজল দাস বলেন কলকাতার সল্ট লেকে তিন দিন ধরে অনুর্ধ১৪, অনুর্ধ ১৭ এবং অনুর্ধ ১৯ ব্যক্তিগত বিভাগে খেলা হয়। কোচ সজল দাস বলেন উত্তর দিনাজপুর জেলার মহম্মদ মহসিন আওয়াল রাজ্যে রেকর্ড সৃষ্টি করেছে।মহম্মদ মহসিন আওয়াল তিনহাজার মিটার দৌড়ে স্বর্ণ পদক,পনের শো মিটার দৌড়ে ব্রোঞ্জ,আট শো মিটার দৌড়ে সিলভার এবং রিলে রেসে ব্রোঞ্জ পদক পায়।এক সাক্ষাৎকারে মহম্মদ মহসিন আওয়াল বলে তার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান তার কোচ সজল দাসের কথা উল্লেখ করার সাথে সাথে তার বিদ্যালয়ের অবদান প্রচুর আছে বলে সে জানায়। গত ১৭ ই নভেম্বর থেকে তিন ধরে এই খেলা চলে।আগামী ২৬ নভেম্বর জাতীয় স্তরে খেলতে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *