রাত পোহালেই ছট মায়ের পূজা পৌর পিতা রাম নিবাস সাহা কালিয়াগঞ্জের ছট পূজার শ্রীমতী ঘাট পরিদর্শনে
1 min readরাত পোহালেই ছট মায়ের পূজা পৌর পিতা রাম নিবাস সাহা কালিয়াগঞ্জের ছট পূজার শ্রীমতী ঘাট পরিদর্শনে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৮ নভেম্বর:রাত পোহালেইকালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে ছট পূজা উপলক্ষে শ্রীমতী নদী থেকে সমস্ত আবর্জনা সরিয়ে শ্রীমতী নদীকে বর্তমানে নদীর চেহারায় ফিরিয়ে এনেছে।এতদিন পরে মনে হচ্ছে কালিয়াগঞ্জ শহরে ছোট হলেও শ্রীমতী নামে একটি নদী আছে।
কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা শনিবার দুপুরে ছট পূজার ঘাট পরিদর্শন করতে গেলে শ্রীমতী নদীর ঘাটে তার সাথে দেখা হয়।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন কালিয়াগঞ্জ শহরের মধ্যে দিয়ে বইয়ে যাওয়া শ্রীমতী নদীর অবস্থা অত্যন্ত ভয়াবহ বলা যেতে পারে।সেখানে শহরের কিছুটা অংশ পৌর সভার পক্ষ থেকে বাইরে থেকে শ্রমিক এনে শ্রীমতী নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।যারা ছট পূজা করবার জন্য ঘাটে গেছে তাদের নদীর ঘাট পরিষ্কার করবার কোন প্রয়োজন হচ্ছেনা তাই ছট পূজার পূজারীরা ভীষন খুশী এবারের নদীর ঘাট দেখে।
পৌর পিতা রাম নিবাস সাহা বলেন আগামী কাল বিকেল থেকে হাজার হাজার মানুষ এই শ্রীমতী নদীর ঘাটে আসবে ছট পূজা দেখতে।সেই কারনে পৌর সভার পক্ষ থেকে সব রকম ব্যাবস্থা করা হয়েছে।যাতে দর্শনার্থীদের কোন রকম অসুবিধা না হয়।শুধু তাই নয় কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকেও ব্যাপক পুলিশি ব্যাবস্থা নেওয়া হয়েছে বলে কালিয়াগঞ্জ থানার আই সি সুবল ঘোষ জানান।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতার সাথে ছট পূজার ঘাট পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন উপ পৌর পিতা তথা বর্তমানের ১৭ নম্বর ওয়ার্ডের বর্ষীয়ান কমিশনার বসন্ত রায় সহ অনেকেই।