কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ও ব্লকের বিজয়া সন্মেলনি অনুষ্ঠানে হত দরিদ্র্ সঙ্গীত শিল্পী অতুল রায়ের কণ্ঠে গান শুনে তাকে পুরস্কৃত করা হল_
1 min readকালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ও ব্লকের বিজয়া সন্মেলনি অনুষ্ঠানে হত দরিদ্র্ সঙ্গীত শিল্পী অতুল রায়ের কণ্ঠে গান শুনে তাকে পুরস্কৃত করা হল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৭ নভেম্বর:শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ও ব্লকের উদ্যোগে বিজয়া সন্মেলনি অনুষ্ঠানে হত দরিদ্র যুবক অতুল রায়ের কণ্ঠে অসাধারন সঙ্গীত শুনে মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করা হয়।অসাধারন কণ্ঠের অধিকারী যুবক অতুল রায়ের হাতে শংসাপত্র তুলে দেন কালিয়াগঞ্জ থানার আই সি সুবল ঘোষ।
বিজয়া সন্নেলনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ।পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,উপ পৌর পিতা ঈশ্বর রজক,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায়,কালিয়াগঞ্জ থানার আই সি সুবল ঘোষ।বিজয়া সন্মেল নি অনুষ্ঠানে কালিয়াগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত রায় স্বাগত ভাষন দেন।
পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার তার বক্তব্যে বলেন আমরা ভালোভাবে দুর্গা পূজা শেষ করে আলোর উৎসব দীপাবলি সবে মাত্র পার করেছি।দুইদিন পরেই ছট পূজা।তাই সবাই খুব ভালো থাকুক শান্তিপূর্ন ভাবে ছট পূজা উদযাপন হোক ভগবানের কাছে
এটাই কামনা করছি।অনুষ্ঠানে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন নৃত্য বিদ্যালয়ের ছাত্রীর সুন্দর নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।