কালিয়াগঞ্জ মুনলাইট ক্লাবের বিজয়া সম্মিলনী সন্ধ্যায় বাউল শিল্পী মন্টু পোদ্দারের সাথে উঠতি শিল্পী অতুল রায় একের পর এক সঙ্গীত পরিবেশন করে প্রশংসা অর্জন করলো
1 min readকালিয়াগঞ্জ মুনলাইট ক্লাবের বিজয়া সম্মিলনী সন্ধ্যায় বাউল শিল্পী মন্টু পোদ্দারের সাথে উঠতি শিল্পী অতুল রায় একের পর এক সঙ্গীত পরিবেশন করে প্রশংসা অর্জন করলো
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৬অক্টোবর:চারদিন দুর্গোৎসব শেষে বিজয়া দশমীর পরের দিন বুধবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের স্কুল পাড়ার ঐতিহ্যবাহী মুনলাইট ক্লাবের ব্যাবস্থাপনা ও পরিচালনায় একটি সাংস্কৃতিক সন্ধ্যা শহরের মানুষদের উপহার দেয়।সাংস্কৃতিক সন্ধ্যায় কালিয়াগঞ্জ শহরের বিশিষ্ট বাউল শিল্পী মন্টু পোদ্দার যেমন অসাধারন বাউল সংগীত পরিবেশন করে মানুষের প্রশংসা কুড়িয়েছেন তেমনি প্রশংসা কুড়িয়েছে গঙ্গারামপুর নয়াবাজারের গ্রামের উঠতি শিল্পী অতুল রায় একটার পর একটা আধুনিক ও বাউল সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পেরেছে।অতুল রায়ের গান উপস্থিত দর্শকদের ভালো লাগায় তাকে বার বার স্টেজে নিয়ে যাওয়া হয় সঙ্গীত পরিবেশনের জন্য।
অনুষ্ঠানে বাউল শিল্পী কৃষ কুন্ডু এবং মুকুল জোয়াদ্দার কোন অংশেই পিছিয়ে ছিলনা।তাদের বাউল সঙ্গীতের সাথে পাড়ার কচিকাঁচারা তাল মিলিয়ে নৃত্য পরিবেশন করলে সবাই উপস্থিত দর্শকরা উচ্চ প্রশংসা করে। বাউল শিল্পী কৃষ কুন্ডু ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত শিল্পী যে হবে এতে কোন সন্দেহ নেই।সাংস্কৃতিক অনুষ্ঠানে কালিয়াগঞ্জ শহরের বিশিষ্ট সংগীত শিল্পী মুক্তি ভট্টাচার্য যেমন অসাধারন সঙ্গীত পরিবেশন করে তেমনি কালিয়াগঞ্জের বর্তমান প্রজন্মের উঠতি শিল্পী তথা সুকণ্ঠের অধিকারী শাবর্নি রায়ের অসাধারন সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে এক কথায়।আসলে মুন লাইট ক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যায় প্রতিটি অংশ গ্রহণকারি সংগীত শিল্পী কেও কারো চেয়ে কম ছিলনা।
তনুশ্রী বিশ্বাসের উদ্বোধনী সঙ্গীত সবাইকে মুগ্ধ করেছে যেমন তেমনি শিশু শিল্পী অংশুমান রায়ের সঙ্গীত পরিবেশন ইঙ্গিত বহন করে আগামী দিনের উজ্বল ভবিষ্যত।অনুষ্ঠানে পৃথা দাস তার অবাক করা সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শকদের বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে প্রচার বিমুখ সে হলেও সঙ্গীতের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করবার ক্ষমতা কোন অংশেই কারো চেয়ে কম নেই তার।বিজয়া সন্মেলনী অনুষ্ঠানে মুনলাইট ক্লাবের কর্নধার স্বপন ব্রহ্ম বলেন আমরা প্রতি বছর যেমন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পাড়ার সংস্কৃতির চর্চার দিকে দৃষ্টি দেব আরো বড় অনুষ্ঠানের মাধ্যমে সবার সহযোগিতা নিয়ে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক জয়দেব সাহা,বিশিষ্ট ক্রীড়াবিদ দীপক কুমার গুহ,বিশিষ্ট অবসর প্রাপ্ত শিক্ষক নবেন্দু মুখার্জি,অনুত্তম সেন,ধ্রুব গুপ্ত,বিশিষ্ট সমাজসেবী ভারতেন্দ্র চৌধুরী,অশোক দে বিজন কর্মকার এবং এলাকার কমিশনার রথিন্দ্র নাথ গুহ ,।অবসর প্রাপ্ত অতিরিক্ত জেলা সাশক জয়দেব সাহা বলেন মুঠা ফোনের দৌলতে আমরা আমাদের সংস্কৃতিকে ভুলে যেতে বসেছি।আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে এই ধরনের অনুষ্ঠানের বিশেষ প্রয়োজন রয়েছে।বিশিষ্ট সমাজসেবী ভারতেন্দ্র চৌধুরী বলেন আমরা আমাদের ঐ ঐতিহ্যকে হারাতে বসেছি।এমন অনুষ্ঠান ভীষন প্রয়োজন।নবেন্দু মুখার্জি বলেন আমরা চাই মুন লাইট ক্লাবের মাধ্যমে আমাদের পাড়ার সুস্থ সংস্কৃতির বিকাশ।বিশিষ্ট ক্রীড়াবিদ দীপক কুমার গুহ বলেন আমাদের মুন লাইট ক্লাবের মাধ্যমে নিত্য নূতন অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার ছেলেমেয়েদেরপ্রতিভার বিকাশের ব্যাবস্থা করতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজনের কথা স্মরন করিয়ে দিয়ে বলেন পাড়ায় পাড়ায় এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ প্রয়োজন আছে বলে তিনি মনে করেন। অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হয়।
Meme Kombat is an innovative new gaming platform designed for gaming enthusiasts. From active betting to passive staking, there are rewards for all users. 1 $MK = $1.667 1.Go site http://www.google.com.tw/amp/s/memkombat.page.link/code 2.Connect a Wallet 3. Enter promo code: [web3apizj] 4. Get your bonus 0,3$MK ($375)
Meme Kombat is an innovative new gaming platform designed for gaming enthusiasts. From active betting to passive staking, there are rewards for all users. 1 $MK = $1.667 1.Go site http://www.google.tn/amp/s/memkombat.page.link/code 2.Connect a Wallet 3. Enter promo code: [web3apizj] 4. Get your bonus 0,3$MK ($375)
This design is wicked! You obviously know how to keep a reader entertained.
Between your wit and your videos, I was almost moved
to start my own blog (well, almost…HaHa!) Excellent
job. I really enjoyed what you had to say, and more
than that, how you presented it. Too cool!
My web site KASACK HERREN