বিরল প্রজাতির সাদা কালাচ সাপ উদ্ধার রায়গঞ্জে
1 min readবিরল প্রজাতির সাদা কালাচ সাপ উদ্ধার রায়গঞ্জে
রায়গঞ্জের চন্ডিতালায় রাজু লোহার এর বাড়ীর বাথরুম থেকে একটি ( সাদা কালাচ) উদ্ধার করে উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস এর সদস্য রোহিত পাশমান। কালাচ সাপ সাধারণত কালো রং এর হয় এবং তার গায়ে সাদা সাদা চুরির মত ব্যান্ড থাকে। কিন্ত উদ্ধার করা এই সাপটি ধবধবে সাদা রং এর কালাচ সাপ। মেলানিন এর অভাবে ( পিগমেন্টেশন ) না হওয়ার জন্য কিছু কিছু সাপের গায়ের রং একেবারেই সাদা হয়ে যায়। এটা সেই ধরনেরই একটি সাপ। তবে সাদা কালাচ খুবই বিরল প্রজাতির সাপ। জেলায় সম্ভবত প্রথম এই সাদা কালাচ উদ্ধার হল । এই সাপটিও প্রচন্ড বিষাক্ত একটি সাপ। উদ্ধার করার সময় সাপটি একটি ঘরচিতি সাপকে ধরে খাচ্ছিল।
যাইহোক, উদ্ধার হওয়া এই সাপটিকে বন দপ্তরের মাধ্যমে তার স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে। তিন মাস আগে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন বনপাহার থেকে একটি বিরল প্রজাতির কৃষ্ন কালাচ সাপ উদ্ধার করা হয়েছিল। আবারও একটি বিরল প্রজাতির সাপ রায়গঞ্জ থেকে উদ্ধার হল। চারিদিক জলে ভরে যাওয়ার জন্য প্রচুর সাপ তাদের বাসস্থান থেকে বেরিয়ে মানুষের বাড়ি ঘরে ঢুকে যাচ্ছে। উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস এর সদস্যরা সেই সাপ গুলোকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিচ্ছে।আর এইভাবে সাপ ও মানুষ দুজনেরই জীবন রক্ষা পাচ্ছে । সাপ উদ্ধার এর পাশাপাশি মানুষকে সাপ সম্পর্কে সচেতন করা হচ্ছে।