January 10, 2025

কালিয়াগঞ্জ প্রিয় দর্শিনী গ্রুপ আয়োজিত তিনদিনের আগমনী উৎসবের সূচনা হতে চলেছে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী শনিবার

1 min read

কালিয়াগঞ্জ প্রিয় দর্শিনী গ্রুপ আয়োজিত তিনদিনের আগমনী উৎসবের সূচনা হতে চলেছে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী শনিবার

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২১সেপ্টেম্বর:বাঙালির বারো মাসের তের পার্বনের মধ্যে শ্রেষ্ট উৎসব দুর্গোৎসব।কালিয়াগঞ্জ প্রিয়দর্শিনী গ্রুপ আয়োজিত তিন দিন ব্যাপী আগমনী উৎসবের সূচনা হতে চলেছে কালিয়াগঞ্জ আবাসিক ভবনে  আগামী শনিবার।

 

উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিন থাকছে অঙ্কন প্রতিযোগিতা।শিশু বিভাগ_ব বয়স ৭ বছর পর্যন্ত এবং (ক)বিভাগ ৮_১২বছর পর্যন্ত।

 

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রিয় দর্শিনী গ্রুপ আয়োজিত বিশেষ আকর্ষণ রাম্পশো।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।তৃতীয় দিনের অনুষ্ঠানে থাকবে বড়দের অঙ্কন প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।প্রিয়দর্শিনী গ্রুপের কর্নধার সোমা নন্দী নাগ এক সাক্ষাৎকারে বলেন কালিয়া গঞ্জের মানুষের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করতে চলেছি তাই সবারে করি আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *