দিল্লীতে রেল মন্ত্রীর সাথে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী দেখা করে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ_বুনিয়াদ পুর সহ বকেয়া রেল প্রকল্পগুলির কাজ দ্রুত শুরু করবার জোরালো দাবি জানালেন
1 min readদিল্লীতে রেল মন্ত্রীর সাথে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী দেখা করে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ_বুনিয়াদ পুর সহ বকেয়া রেল প্রকল্পগুলির কাজ দ্রুত শুরু করবার জোরালো দাবি জানালেন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯ সেপ্টেম্বর:উত্তর দিনাজপুর জেলার বন্ধ হয়ে থাকা কালিয়াগঞ্জ_বুনিয়াদ পুর রেল প্রকল্প সহ রেলের বকেয়া প্রকল্প গুলির কাজ যাতে দ্রুত শুরু করা যায় তানিয়ে দিল্লীতে গত সোমবার রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দপ্তরে গিয়ে জোরালো দাবির সাথে ১১ দফা দাবি পত্র রেল মন্ত্রীর হাতে তুলে দেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। জানা যায় কালিয়াগঞ্জ_বুনিয়াদ পুর
গুরুত্বপূর্ন রেল প্রকল্পের কাজ সহ জেলার বকেয়া রেল প্রকল্পের কাজ গুলি যাতে অতি দ্রুত শুরু করা যায় সে ব্যাপারে রেল মন্ত্রি অশ্বিনী বৈষ্ণবের সাথে শুধু আলোচনাই নয় দ্রুত যাতে রুপায়ন সম্ভব হয় তার জন্য জোরালো দাবি তিনি জানিয়েছেন।রেল মন্ত্রী রায়গঞ্জের সাংসদ দেবশ্রী দেবীকে বলেন তিনি গুরুত্ব দিয়ে তার দাবিগুলো বিবেচনা করার আশ্বাস দেন।
রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী ঐ দিন রেল বোর্ডের এক্সিকিউটিভ ডাইরেক্টর শ্রী বিকাশ কুমার জৈনকে উত্তর দিনাজপুর জেলায় রেলের দীর্ঘদিন থেকে ঝুলে থাকা প্রকল্প গুলির কথা বিশেষ ভাবে আলোচন করেন।তিনি বলেন উন্নত চিকিৎসার সুযোগ পেতে এতদ অঞ্চলের রোগীদের দক্ষিণ ভারতে যাবার কোন যোগাযোগ ব্যাবস্থা নেই। রাধিকাপুর থেকে দক্ষিণ ভারতে যাবার জন্য অর্ধ সাপ্তাহিক একটি ট্রেন দেওয়া যায় তার জন্য জোরালো দাবি জানিয়েছেন
If you are going for best contents like me, only go to see this
website everyday for the reason that it gives feature contents, thanks
If you desire to take a good deal from this post then you have to apply these strategies to your
won blog.
Definitely believe that which you said. Your favorite justification seemed to be on the
web the easiest thing to be aware of. I say to you, I certainly get
irked while people think about worries that they
just don’t know about. You managed to hit the nail upon the top and also defined out the whole thing without having side
effect , people could take a signal. Will probably be back to get more.
Thanks