হাসপাতালের প্রতীক্ষালয়ে রোগীর পরিবারদের রাত কাটাতে গেলে দালালদের পয়সা দিতে হয়_
1 min readহাসপাতালের প্রতীক্ষালয়ে রোগীর পরিবারদের রাত কাটাতে গেলে দালালদের পয়সা দিতে হয়
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫ আগস্ট:দুঃস্থ রোগীকে নিয়ে পরিবারের কেও স্টেট জেলারেল হাসপাতালের প্রতীক্ষালয়ে থাকতে চাইলে দালালদের পয়সা গুনতে হচ্ছে,অভিযোগ রোগীদের আত্মীয় স্বজনদের। জানা যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে রোগীদের পরিবারদের কোন ব্যাক্তিকে রাতে থাকার জন্য প্রতীক্ষা লয় নির্মাণ করে দেওয়া হয় প্রয়োজনে তারা সেই প্রতীক্ষালয়ে বিনা শুল্কে থাকতে পারবে।
কিন্তু কিছুদিন ভালোভাবে চলার পর এখন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের প্রতীক্ষা লয় নিয়ে এক শ্রেণীর দালালরা ব্যাবসা ফেদেছে।গ্রামের লোকদের কাছ থেকে যার কাছে যেমন সেইভাবে অর্থ আদায় করছে।যা অত্যন্ত দুর্ভাগ্য জনক বলেই সবাই মনে করছে।গ্রাম থেকে অধিকাংশ রোগীর আত্মীয়রা রোগীকে হাসপাতালে ভর্তি করে দিয়ে হাসপাতালের বহির্বিভাগের টিনের শেডের নিচে সেখানেই রাত কাটানোর ব্যাবস্থা করে নিয়েছে বলে জানালেন গ্রাম থেকে আসা কোন এক রোগীর আত্মীয় ক্ষুব্ধ হয়ে জানান।আরো জানা যায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে জন্ম মৃত্যুর সংশাপত্র দেবার জন্য একটি বিল্ডিং নির্মাণ করে দেওয়া হলে সেখানে ফর্ম পাওয়া যায় সেই ফর্ম ফিলাপের জন্য সেখানেও এক শ্রেণীর দালালরা ওত পেতে বসে থাকে।এক একটি ফর্ম ফিলাপ করতে কারো কাছে ১৫০ টাকা আবার কারো কাছে ২০০টাকা এক রকম জোর করেই নেওয়া হচ্ছে।
গ্রাম থেকে আসা কোন এক রোগীর আত্মীয় ক্ষুব্ধ হয়ে বলেন সরকার গ্রামের রোগীর আত্মীয়দের থাকার জন্য বিনা পয়সায় থাকার ব্যাবস্থা করলেও সেখানেই জন প্রতি ২০ টাকা জোর করে হাসপাতালের দালালরা তাদের কাছ থেকে নিচ্ছে। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে এক শ্রেণীর দালালরা গ্রামের মানুষদের কাছ থেকে জোর করে নানাভাবে পয়সা নিলেও হাসপাতালের উর্ধতন কর্তৃপ ক্ষের এস নিয়ে কোন হেল দোল নেই।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহাকে এ ব্যাপারে প্রস্ন করলে তিনি বলেন আপনাদের কাছে যা শুনলাম সেতো মারাত্মক ব্যাপার।আমি আগামী কাল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সূপারের সাথে কথা বলে এই দালালরাজ হাসপাতাল থেকে কি ভাবে সরিয়ে দেওয়া যায় তার জন্য যা যা করতে হয় তার ব্যাবস্থা করবো বলে জানান।