October 25, 2024

চৈত্র শেষে বর্ণময় গাজন উৎসবে কালিয়াগঞ্জের রাস্তায় ঘুরছে শিব পার্বতী ও কালি

1 min read

চৈত্র শেষে বর্ণময় গাজন উৎসবে কালিয়াগঞ্জের রাস্তায় ঘুরছে শিব পার্বতী ও কালি

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ১৩ এপ্রিল:কখনো মানুষের দুয়ারে কখনো বা রাস্তায় নীল ,কালো, সাদা ,সবুজ রং মেখেএখন সাক্ষাৎ দেখা মিলছে শিব, পার্বতী ও কালির। রাস্তায় এদের দেখেই পথ চলতি মানুষ কখনো বা নৃত্য দেখছেন আবার কেউ সুযোগ পেলে একটু সেলফি তুলে নিচ্ছেন । এমনই দৃশ্য এখন উত্তর দিনাজপুর জেলার অলিতে গলিতে।

 

রাস্তায় রাস্তায় ঢাকের তালে তালে এখন নৃত্য করতে ব্যস্ত এই শিব পার্বতীদের দল।চৈত্র সংক্রান্তি উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলায় গাজন উৎসব শুরু হয়েছে। শহর এবং গ্রামের সং সেজে শিব পার্বতী কালী হয়ে নৃত্য পরিবেশন করছেন সংশিল্পীরা। যাকে ঘিরে বাঁধভাঙ্গা উৎসাহ সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে। প্রখর রোদকে উপেক্ষা করে সং শিল্পীরা রাস্তায় নেমে মানুষকে আনন্দ দিচ্ছে এই ভাবেই।এই প্রচন্ড গরমে গরমে কেন রাস্তায় নামতে হচ্ছে শিব কালীকে?এদিন এমন প্রশ্ন করতেইতারা জানান বংশপরম্পরার পাশাপাশি দুটো পয়সা রোজগারের আশায় এই প্রচন্ড রোদে সং সেজে তাদের ঘুরতে হয়। “সং” সেজে আসন্ন চড়ক পূজোর জন্য এভাবে তারা অর্থ সংগ্রহ করেন বহু বছর ধরে।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, চোপড়া ব্লকের বিভিন্ন রাস্তায় রাস্তায় এখন সং সেজে নাচ করতে দেখা যাচ্ছে কিছু মানুষ কে। যা দেখতে ভীড় জমিয়েছিলেন সাধারণ মানুষও।চৈত্র মাসের শেষ দিন বা চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়ক পুজো।এটি মূলত বাঙালীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব। নববর্ষের প্রথম দু-তিন দিনব্যাপী চড়ক পূজার উৎসব চলে। তবে যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে আগের থেকে অনেক কম দেখা যায় এমন সং -দের।

2 thoughts on “চৈত্র শেষে বর্ণময় গাজন উৎসবে কালিয়াগঞ্জের রাস্তায় ঘুরছে শিব পার্বতী ও কালি

  1. Thank you a lot for sharing this with all folks you really recognize what
    you’re talking about! Bookmarked. Please
    additionally seek advice from my web site =).

    We may have a link alternate arrangement between us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *