October 25, 2024

শুভেন্দু নিয়ে আমাদের কোন চাপ নেই বললেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল

1 min read

শুভেন্দু নিয়ে আমাদের কোন চাপ নেই বললেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল

তন্ময় চক্রবর্তী  শুভেন্দু নিয়ে আমাদের কোন চাপ নেই।ওকে তো আমরা চিনি।কোন অচেনা ব্যাক্তি কালিয়াগঞ্জ এ এলে তখন আমাদের চিন্তা হতো।আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এ তৃণমূলের এক সংগঠনিক সবার পর সাংবাদিকদের এই কথা বলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল।তিনি বলেন গতবার পঞ্চায়েত নির্বাচনের সময় শুভেন্দু অধিকারী আমাদের জেলায় দলের পর্যবেক্ষক ছিলেন ।তাই সেই সময় কি ভাবে তিনি পরিচালনা করেছিলেন আমরা সবটাই জানি।

 

তাই আমাদের কোন অসুবিধা নেই।কানাইবাবু পরিষ্কার ভাষায় বলেন এবারের পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ।এনিয়ে কোন সন্দেহ নেই। কনাইবাবু বলেন শুভেন্দু অধিকারী এই জেলায় অনেক কে চেনেন আবার অনেকেই চেনেন তাকে।তাই তাকে নিয়ে কোন ফ্যাক্টর হবে না।তিনি বলেন চারিদিকে যে গুঞ্জন হছে যে শুভেন্দু এই জেলায় আসছে তাই তিনি এই জেলায় তৃণমূল কংগ্রেস এর মধ্যে ভাঙন ধরবেন ।এটা সর্বৈব মিথ্যা।তৃণমূল কংগ্রেস একটা শক্তিশালী দল হয়ে রয়েছে এই জেলায় ।তাই এই দলে এখানে কোন ভাঙন ধরাতে তিনি পারবেন না।উল্লেখ্য এদিন জেলা সভাপতি কার্যত শুভেন্দু অধিকারীর আগামী ১২ই এপ্রিল এর সভার পাল্টা সভা করার জন্য 16 এপ্রিল কালিয়াগঞ্জ এর রানিং বুলেট ক্লাব এর মাঠে দিন ধার্য করলেও এদিন কিন্তু তিনি মুখে তা স্বীকার করেননি। তিনি বলেন এই সভা করা হবে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে। তবে এই সভাতে প্রধান বক্তা কে থাকবেন তা তিনি উল্লেখ না করলেও বিশেষ সূত্রে খবর এই সভাতে প্রধান বক্তা হিসেবে সাইনি ঘোষ উপস্থিত থাকবেন।তবে যাই হোক না কেন বিজেপির ১২ই এপ্রিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভার পর তৃণমূলের পাল্টা সভা ১৬ই এপ্রিল হওয়াতে কালিয়াগঞ্জের রাজনৈতিক পারদ পঞ্চায়েত নির্বাচনের আগেই দিনের তাপমাত্রার মতন চড় চড় করে বাড়ছে বাড়ছে তা নিয়ে কোন সন্দেহ নেই।

 

5 thoughts on “শুভেন্দু নিয়ে আমাদের কোন চাপ নেই বললেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল

  1. I was very pleased to uncover this great site. I need to to thank you for ones time for this fantastic read!! I definitely appreciated every bit of it and I have you bookmarked to look at new information on your blog.

  2. Alternate configurations during which thhe distant input system
    conveys input to the system, for example, as electrical impulses traveling alongsidde a wire, as wireless transmission, as
    sonic transmission, as infrared transmission, as ultrasound transmission,
    as microwave transmission or as radio frequency
    treansmission are throughout thee scope oof the current invention. Alternate configurations during which the distant input gadget conveys enter to the system, by hyperlink
    368, for example, as electrical impulses touring
    along a wire, as infrared transmissions, as ultrasound transmission, as microwave transmissions or as
    rdio freqauency transmissions are inside the
    scope of thhe current invention. Current vvia start/cease relay 348 passes by means of second RFI filters 352 and tria 354.
    Triac 354 is managed by phase management system 356, phasse control system 356 itself being beneath the management of CPU 328.
    Triac 354 provides the alternating current by present intensity measurement circuit 330
    tto induction coil 20. In addition too receiving enter from current intensity measurement circuit 330
    and overheating protection circuit 324, CPU 328 also receives inpput from start/stop relay 348,
    and enter units, reminiscent of remedy parameter input system 358.
    In alternate configurations, treatment parameter enter device 358 could take the form of pushbuttons,
    a keyboard, or ass described hereinabove, could also
    be an impartial gadget comparable to distant laprop utilized by an operator reminiscent of a phyusician orr physiotherapist to enter the
    remedy parameters from a site distant from the place of
    therapy.

    Alsoo visit myy page – https://deluxetorontoescorts.com/categor/Discreet-apartments-in-Tiberias.php

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *