January 3, 2025

খড়িবাড়ি:অবৈধভাবে সীমান্ত পারাপারের জন্য ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে ৪ বাংলাদেশিসহ দুই ভারতীয়কে গ্রেপ্তার করল খড়িবাড়ি পুলিশ

1 min read

খড়িবাড়ি:অবৈধভাবে সীমান্ত পারাপারের জন্য ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে ৪ বাংলাদেশিসহ দুই ভারতীয়কে গ্রেপ্তার করল খড়িবাড়ি পুলিশ

 

খড়িবাড়ি:অবৈধভাবে সীমান্ত পারাপারের জন্য ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে ৪ বাংলাদেশিসহ দুই ভারতীয়কে গ্রেপ্তার করল খড়িবাড়ি পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। সীমান্তে মোতায়েন এসএসবি জওয়ানরা গতকাল তাদের আটক করে। বুধবার ওই ৪ বাংলাদেশী নাগরিক অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশ করে।তাদের কাছ থেকে বাংলাদেশের জাতীয় শংসাপত্র এবং জাল ভারতীয় আধার কার্ড উদ্ধার করে এসএসবি।তাদের কাছে ছিল না পাসপোর্ট ও ভিসা।

৪ জন বাংলাদেশিকে নেপাল থেকে পানিট্যাঙ্কি সীমান্ত দিয়েভারতে প্রবেশ সাহায্য করার জন্য দুই ভারতীয়কে আটক করে এসএসবি। গতকাল রাত ১০টা নাগাদ এসএসবি ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের গ্রেপ্তার করে।ধৃত বাংলাদেশীদের নাম মোঃ সোহাগ মিয়া, কামরুল হুসেন, মোঃ মনির হুসেন এবং সাইফুল ইসলাম। ধৃত দুই ভারতীয় নাগরিকরা হলেনজলপাইগুড়ির মোঃ হোসেন এবং কোচবিহারের মোঃ সিপন সরকার। আজ ধৃতদের খড়িবাড়ি পুলিশ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে। দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ মনোরঞ্জন ঘোষ জানান, ধৃতদের ১৪দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *