ক্ষুদ্র চা চাষিদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ শিবির ইসলামপুরে
1 min readক্ষুদ্র চা চাষিদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ শিবির ইসলামপুরে
ভারতীয় চা পর্ষদ ক্ষুদ্র চা চাষিদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিচ্ছে। সোমবার চা পর্ষদের ইসলামপুর আঞ্চলিক দপ্তরের উদ্যোগে সোনাপুর হাট এলাকায় ক্ষুদ্র চা চাষিদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের ওপর একদিনের প্রশিক্ষণ হয়। ধাপে ধাপে অন্যান্য স্থানের চাষিদেরও প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার চোপড়া ইসলামপুর ও গোয়ালপোখরে প্রায় দশ হাজার ক্ষুদ্র চা চাষি রয়েছে। বেসরকারি হিসেবে সংখ্যাটি প্রায় দ্বিগুণ হবে। চা পর্ষদ ক্ষুদ্র চা চাষিদের নিয়ে ফার্মাস প্রোডিউসার্স অর্গানাইজেশন নামে স্বনির্ভর গোষ্ঠী গঠন করার উপর জোর দেয়।
পর্যায়ক্রমে মহকুমার নানা স্থানের ক্ষুদ্র চা চাষিদের উৎসাহিত করতে উদ্যোগ নেওয়া হবে। চাষিদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে এফপিও যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশাবাদী চা পর্ষদের কর্তারা।চা পর্ষদের তরফে ক্ষুদ্র চাষিদের উন্নয়নে যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলি কথা শিবিরে বিশদে জানানো হয়। এর মধ্যে রয়েছে ছোট বা বড় মাপের ফ্যাক্টরি গড়তে এবং চা চাষ সহায়ক নানা যন্ত্রপাতি কেনায় চাষিদের আর্থিক সাহায্য প্রদান, মাটি পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া, ক্ষুদ্র চা চাষিদের পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফল করা মেধাবী ছেলেমেয়েদের জন্য শিক্ষা বৃত্তি প্রদান ইত্যাদি।