মালদা-মর্মান্তিক সরকারি বাস দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যাত্রীর
1 min readমালদা-মর্মান্তিক সরকারি বাস দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যাত্রীর
মালদা-মর্মান্তিক সরকারি বাস দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যাত্রীর। জখম হয়েছেন ৩০ জন। সোমবার রাত সাড়ে নয়টা এই দুর্ঘটনাটি ঘটেছে গাজোল থানার পান্ডুয়া এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। যদিও মৃত দুইজনের নাম এবং পরিচয় জানতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শিরা পুলিশকে জানিয়েছেন, বেপরোয়া গতিতে চলছিল সরকারি বাসটি। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল ওই বাসটি। আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে পান্ডুয়া এলাকায় বাসটি রাস্তার ধারে শুকনো নয়নজলীতে উল্টে যায়।
এরপরই স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসেন। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো ব্যবস্থা করেন মেডিকেল কলেজে। ভর্তির পর দুইজন যাত্রী মৃত্যুর কথা জানিয়ে দেয় কর্তব্যরত চিকিৎসাকেরা। জেলা প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে, মঙ্গলবার মুখ্যমন্ত্রী সফর রয়েছে। সেই সফরে মুর্শিদাবাদ জেলা থেকে কিছু বেনিফিশিয়ারি এবং পড়ুয়াদের একটা দল ওই বাসে করে গাজোলে আসছিলেন। তার আগেই এই দুর্ঘটনাটি ঘটে। মেডিকেল কলেজের চিকিৎসারত অনেকেই এখনো সংকটজনক রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসাকেরা। গাজোলের পান্ডুয়া এলাকার জাতীয় সড়কে দুর্ঘটনার পর যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।