সরস্বতী পূজা উপলক্ষে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-
1 min readসরস্বতী পূজা উপলক্ষে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-
শুভ আচার্য,কালিয়াগঞ্জ,৩০ জানুয়ারি:গত রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে সরস্বতী পূজা উপলক্ষে কচিকাঁচাদের নিয়ে যেমন অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।তেমনি কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের নিজস্ব ভবনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কালিয়াগঞ্জ শহরের বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন শাবর্নি রায়,মুক্তি ভট্টাচার্য, স্বর্ণদ্বীপ করন,আবৃত্তি পরিবেশন করেন সাংবাদিক পিয়া গুপ্তা চক্রবর্তী,রিংকু মোদক,নৃত্য পরিবেশন করেন দৌরভি ঘোষ,তসমি দে,বিন্দিয়া জয় সওয়াল।
বিশিষ্ট বাউল শিল্পী মন্টু পোদ্দার বাউল সঙ্গীত পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন।কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের উপদেষ্টা তথা আকাশবাণীর গীতিকার ও সঙ্গীত শিল্পী তপন চক্রবর্তী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।শেষে অঙ্কন প্রতিযোগিতায় যে সমস্ত কচিকাঁচারা শ্রেষ্ঠত্বের ছাপ রেখেছে তাদের হাতে পুরস্কার তুলে দেন কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আমিত দে এবং প্রেস ক্লাবের সভাপতি অনির্বাণ চক্রবর্তী,অফিস সম্পাদক রাধিকা রঞ্জন দেব ভূতি,ক্রীড়া সম্পাদক সত্যেন মোহন্ত এবং কোষাধ্যক্ষ ভাস্কর রায়।অনুষ্ঠান চলে রাত্রি ১০ টা পর্যন্ত।অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।