October 25, 2024

এবারে দুয়ারে সরকার কর্মসূচিতে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি ব্লকের প্রত্যন্ত এলাকাগুলির উপর জোর দেওয়া হচ্ছে

1 min read

এবারে দুয়ারে সরকার কর্মসূচিতে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি ব্লকের প্রত্যন্ত এলাকাগুলির উপর জোর দেওয়া হচ্ছে

এবারে দুয়ারে সরকার কর্মসূচিতে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি ব্লকের প্রত্যন্ত এলাকাগুলির উপর জোর দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারে দুয়ারে সরকার কর্মসূচিতে জোলায় মোট ১৫৯১টি ক্যাম্প আয়োজনের টার্গেট নেওয়া হয়েছে। এর মধ্যে ৫১১টি ভ্রাম্যমাণ বা মোবাইল ক্যাম্প হবে। জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, চোপড়া ব্লকে সব থেকে বেশি সংখ্যক দুয়ারে সরকার ক্যাম্প করা হবে। এই ব্লকে আটটি গ্রাম পঞ্চায়েতে এবার ৩১৩টি ক্যাম্প করার টার্গেট নেওয়া হয়েছে। তারমধ্যে প্রত্যন্ত এলাকায় ৭২টি মোবাইল ক্যাম্প করা হবে।

চোপড়ার বিডিও সমীর মণ্ডল বলেন, নভেম্বর মাসের ২৪টি ওয়ার্কিং ডে তে আটটি গ্রাম পঞ্চায়েতে প্রতিদিন তিনটি করে মোবাইল ক্যাম্প করা হবে। আমরা এবার এক্ষেত্রে ব্লকের প্রত্যন্ত এলাকাগুলির উপর জোর দিয়েছি। যে এলাকাগুলিতে আগে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প হয়নি, এমন ৭২টি এলাকায় ক্যাম্পগুলি করা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইটাহার ব্লকে এবার দুয়ারে সরকারে ১৪৭টি ক্যাম্প হবে। যার ২৪ শতাংশই মোবাইল ক্যাম্প হবে। ইটাহারের বিডিও অমিত বিশ্বাস বলেন, এই ব্লকের বহু মানুষ প্রত্যন্ত এলাকায় থাকে। বিশেষ করে মারনাই নদীর ওপারে বহু মানুষ বসবাস করে। আমরা উদ্যোগ নিয়েছি ওই সমস্ত প্রত্যন্ত এলাকায় বসবাসকারী বয়স্ক মানুষদের কাছে গাড়ি নিয়ে যাওয়া হবে। তাঁদের কাছে যদি ছবি না থাকে সেই ক্ষেত্রে ছবি তুলে আনা হবে এবং তাঁর প্রয়োজনীয় নথিপত্রেরও ছবি তুলে আনা হবে। বাড়িতে গিয়ে তাঁকে ফর্মে সই করিয়ে তার প্রাপ্য ভাতা বা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধার ব্যবস্থা করে দেওয়া হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, গোয়ালপোখর-২ ব্লকে ১৪৫টি মূল ক্যাম্প ও ৯টি মোবাইল ক্যাম্প হবে। গোয়ালপোখর-১ ব্লকে মোবাইল ক্যাম্প সহ মোট ১১২টি দুয়ারে সরকার ক্যাম্প হবে।  জেলার ন’টি ব্লকের পাশাপাশি ইসলামপুর পুরসভায় ১৫ টি এবং রায়গঞ্জ পুরসভায় ২৭ ও কালিয়াগঞ্জ পুরসভায় ৪০টি ক্যাম্প হবে। ওয়াকিবহাল মহলের মতে, এবার মাসব্যাপী দুয়ারে সরকার ক্যাম্প হবে। ফলে প্রচুর মানুষ উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *