প্রশাসনিক স্তরে ছট উৎসবের ঘাট পরিদর্শন করা হলো রায়গঞ্জে
1 min readপ্রশাসনিক স্তরে ছট উৎসবের ঘাট পরিদর্শন করা হলো রায়গঞ্জে
শুভজিৎ দাস : আগামী রবিবার ও সোমবার বহু প্রতীক্ষিত ছট উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। তাই পুন্যার্থীদের মধ্যে ঘাট তৈরি, পুজোর সরঞ্জাম কেনা প্রভৃতি নিয়ে যথেষ্ট ব্যস্ততা রয়েছে। এরই মধ্যে প্রশাসনিক স্তরে খাট পরিদর্শন করা হলো রায়গঞ্জে। পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সাব ডিভিশনের এসডিও শ্রী কিংশুক মাইতি ,রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সদস্য তথা ৫ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর শ্রীসাধন বর্মন ৬ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর শ্রী বাসুদেব ভট্টাচার্য।
এদিন ঘাটের পরিছন্নতা ও নিরাপত্তা সংক্রান্ত সকল বিষয় খুঁটিয়ে দেখেন তারা। এসডিও জানান বাড়তি পুণ্যার্থীদের কথা মাথায় রেখে প্রতিবছরের তুলনায় এবার বেশ কিছু বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পুলিশ, সাস্থ্যকর্মী, সিভিল ডিফেন্স ছাড়াও বেশি সংখ্যায় নৌকা ও ডুবুরির ব্যবস্থা রাখা হয়েছে। ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। প্রতিনিয়ত মাইকিং এর মাধ্যমে মানুষকে সতর্ক করা হচ্ছে। তিনি পৌর সভার ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।রায়গঞ্জের পাশাপাশি আগামীকাল কালিয়াগঞ্জের ঘাট গুলো পরিদর্শন করা হবে বলে জানান তিনি। পৌরসভার পক্ষে সাধন বর্মন জানান রায়গঞ্জ পৌরসভা ছট পুণ্যার্থীদের সুবিধা অসুবিধার প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রেখে চলেছে।