রাজ্যের আমরুত পানীয় জল প্রকল্পে কালিয়াগঞ্জে নুতন জল প্রকল্পের জলের ট্যাংক তৈরি করতে নয়কোটি পচাশি লক্ষ অনুমোদন
1 min readরাজ্যের আমরুত পানীয় জল প্রকল্পে কালিয়াগঞ্জে নুতন জল প্রকল্পের জলের ট্যাংক তৈরি করতে নয়কোটি পচাশি লক্ষ অনুমোদন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২২ অক্টোবর: রাজ্যের নুতন পানীয় জল প্রকল্প (আমরুত)এর অধীনে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে জলের নুতন ট্যাংক তৈরি করবার জন্য রাজ্য সরকার কালিয়াগঞ্জ পৌর সভার জন্য ৯ কোটি ৮৫ লক্ষ টাকা মঞ্জুর করলো।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা শনিবার বলেন রাজ্যের আমরুত(২)পানীয় জল প্রকল্পে কালিয়াগঞ্জ পৌর সভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কালিয়াগঞ্জ পৌর শহরের ৯নম্বর ওয়ার্ডের পুরাতন জলের ট্যাংকির পেছনে কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির একটি জমি আমরা সবাই গিয়ে দেখে এসেছি।তিনি বলেন জমি দেখতে আমার সাথে যারা গিয়েছিলেন তারা হলেন কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা, সভাপতি রবীন্দ্রনাথ কুন্ড কাউন্সিলর বিশ্বজিৎ কুন্ডু বাস্তুকার সুব্রত সরকার সহ বিশিষ্ট আইনজীবী সুজিত সরকার।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন নুতন জলের ট্যাংক নির্মাণের জন্য যে জমি প্রয়োজন সেই জমি আমরা সম্ভবত পেয়ে যাবো।এই নুতন জলের ট্যাংক নির্মাণ হলে কালিয়াগঞ্জ শহরের বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল আরো দ্রুত গতিতে আমরা দিতে পারবো বলে পৌর পিতা রাম নিবাস সাহা বলেন।