অবশেষে গ্রামবাসীর দাবি মেনে কালানাগিন এলাকার চা বাগানে খাঁচা পাতলো বনদপ্তর।
1 min readঅবশেষে গ্রামবাসীর দাবি মেনে কালানাগিন এলাকার চা বাগানে খাঁচা পাতলো বনদপ্তর।
অবশেষে গ্রামবাসীর দাবি মেনে কালানাগিন এলাকার চা বাগানে খাঁচা পাতলো বনদপ্তর। কালানাগিন এলাকার চা বাগানে বনদপ্তরের পক্ষ থেকে এই খাঁচা পাতার কাজ করা হয় চা বাগানের মধ্যে। পঙ্কজ বিশ্বাস এক গ্রামবাসী জানান আমরা বেশ কিছুদিন যাবত এই বাঘ আতঙ্কে ভুগছিলাম বনদপ্তরকে একাধিকবার জানানোর পরেও তারা খাচা পাতিনি, তারা আমাদেরকে অবহেলার পাত্র হিসেবে গণ্য করেছে বিভিন্ন চাপের পর তারা আজ বাধ্য হয়ে খাচা পাচ্ছে বলে তিনি মনে করছেন।
অপরদিকে রেঞ্জার বনদপ্তর এর আধিকারিক শ্যামসুন্দরঝরিয়াল জানান গ্রামবাসীদের মতামত কে গুরুত্ব দেওয়ার জন্যই খাঁচা পাতা হলো বলে তিনি জানান। তিনি বলেন বাঘ থাকুক বা যে কোন জন্তই থাকুক খাচা মধ্যে পড়তে পারে তবে তিনি বলেন অবহেলার কোন ব্যাপার নেই বিভিন্ন কাজ থাকার জন্য দেরি হয়েছে।