ক্ষুদ্র লটারী বিক্রেতাদের ভাউচারের পার্সেন্টেজ ক্রমাগত কমিয়ে দেবার প্রতিবাদে কালিয়াগঞ্জ লটারী বিক্রেতারা সোমবার থেকে তিন দিন লটারী বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিল_
1 min readক্ষুদ্র লটারী বিক্রেতাদের ভাউচারের পার্সেন্টেজ ক্রমাগত কমিয়ে দেবার প্রতিবাদে কালিয়াগঞ্জ লটারী বিক্রেতারা সোমবার থেকে তিন দিন লটারী বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১০ অক্টোবর:লটারী কোম্পানি প্রতিনিয়ত লটারী বিক্রেতাদের ভাউচারের কমিশন শতকরা ১০ টাকার পরিবর্তে পাঁচ টাকা করার প্রতিবাদে অন্যান্য জেলার সাথে কালিয়াগঞ্জ লটারি বিক্রেতারা সোমবার থেকে বুধবার পর্যন্ত লটারি বিক্রয় বন্ধ রাখা সিদ্ধান্ত নিল।
সোমবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ নাটমন্দির চত্বরে কালিয়াগঞ্জের সমস্ত লটারি বিক্রেতারা এক জোট হয়ে সিদ্ধান্ত নেন লটারী কোম্পানির খামখেয়ালীপনা এক কোন ভাবেই মানবে না। তাই বাধ্য হয়ে আজ থেকে বুধবার পর্যন্ত লটারি বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত তারা নিলেন। এক সাক্ষাৎকারে লটারী বিক্রেতা বাপি মোহন্ত বলেন তারা ক্ষুদ্র লটারি বিক্রেতা। লটারি বিক্রি বলে তাদের সংসার নির্ভর করে।সারাদিন গরুর মত পরিশ্রম করার পরেও তাদের উপর লটারী কোম্পানির কোপ পড়বে তা মানা যায়না।আমরা তাই প্রথমে তিন দিন লটারী বিক্রি বন্ধের ডাক দিলাম। এতেও যদি তাদের টনক না নরে তাহলে উত্তরবঙ্গ বন্ধ করবার সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না বলে জানান। সোমবারের এই বৈঠকে কালিয়াগঞ্জ শহরের সমস্ত লটারী বিক্রেতারা এই সভায় উপস্থিত হন।