অবশেষে শুরু হল রাস্তা সংস্কারের কাজ মহেন্দ্রগঞ্জ বাজারে-
1 min readঅবশেষে শুরু হল রাস্তা সংস্কারের কাজ মহেন্দ্রগঞ্জ বাজারে-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৫সেপ্টেম্বর:অবশেষে কালিয়াগঞ্জ পৌর সভা দ্রুততার সাথে কালিয়াগঞ্জ শহরের গুরুত্বপূর্ন মহেন্দ্রগঞ্জ বাজারে যাবার দীর্ঘ দিনের বেহাল রাস্তার সংস্কারের কাজ বৃহস্পতিবার শুরু করে দিল।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন আরো কিছু দিন আগেই এই রাস্তার সংস্কারের কাজ শুরু হয়ে যেত কিন্তু তিনি বাইরে থাকায় এই কাজ শুরু হতে একটু দেরি হল। তিনি বলেন প্রচুর মানুষ এই পথ দিয়ে বাজারে যাতায়াত করে থাকে।এই রাস্তার যা হাল হয়েছিল
সাধারণ মানুষের পক্ষে কোনোভাবেই এই রাস্তা দিয়ে যাতায়াত করা সম্ভব ছিলনা।পৌর সভা চায় কোন ভাবেই শহরের মানুষ কোন সমস্যায় পড়ুক।মহেন্দ্রগঞ্জ বাজার ব্যবসায় সমিটির সম্পাদক প্রকাশ কুন্ডু পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহাকে ধন্যবাদ জানান তৎপরতার সাথে বাজারে যাবার রাস্তা সংস্কারের কাজ করবার জন্য। মহেন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী নৃপেন্দ্র নাথ কুন্ডু বলেন পৌরসভার চেয়ারম্যান অত্যন্ত তৎপরতার সাথে এই রাস্তার সংস্কার করায় তাকে তিনি অভিনন্দন জানান। কারণ দীর্ঘদিন থেকে এই রাস্তাটি অকেজো হয়ে পড়ে থাকলেও ১৩ নমব্র ওয়ার্ডের কমিশনার ঈশ্বর রজক কোন।প্রকার গুরুত্ব দেন নি।আজ এই রাস্তা সংস্কার হবার ফলে বাজারে আসা ক্রেতাদের প্রচুর সবিধা হল বলে জানান বিশিষ্ট ব্যবসায় বিজন কুমার সাহা।