কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে এক্সরে মেশিন চালু সহ বিভিন্ন অ ব্যবস্থার প্রতিবাদে সিপিআইএমের ডেপুটেশন
1 min readকালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে এক্সরে মেশিন চালু সহ বিভিন্ন অব্যবস্থার প্রতিবাদে সিপিআইএমের ডেপুটেশন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৫ সেপ্টেম্বর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের এক্সরে মেশিন চালু সহ বিভিন্ন অব্যবস্থার প্রতিবাদ বৃহস্পতিবার সিপিআইএম দলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। জানা যায় বেলা ১১টায় কালিয়াগঞ্জ সুকান্ত মোড় থেকে এক বিশাল মিছিল কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড় হয়ে হাসপাতাল রোড হয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে। অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে
সিপিআইএম দলের উত্তর দিনাজপুর জেলা কমিটির বর্ষিয়ান নেতা ভারতেন্দ্র চৌধুরী কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল সম্পর্কে বলতে গিয়ে বলেন তাদের দলের পক্ষ থেকে ১৮ দফা দাবির ভিত্তিতে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ডেপুটেশন দিতে আসা হয়েছে। ১৮দফা দাবির মধ্যে গুরুত্বপূর্ন দাবি হল অবিলম্বে কালিয়াগঞ্জ হসপিটালে বন্ধ এক্সরে মেশিন পুনরায় চালু করতে হবে, পুনরায় চালু করতে হবে, বন্ধ হয়ে থাকা ব্লাড ব্যাংক।সিপিআই এম নেতা ভারতেন্দ্র চৌধুরী বলেন একটি গুরুত্বপূর্ন হাসপাতাল হলেও
দীর্ঘ এক বছর ধরে এই হাসপাতালে এক্সরে মেশিন নেই। নেই ব্লাড ব্যাংক,দীর্ঘদিন ধরে খারাপ হয়ে থাকলেও ভালো করা হয় না ইসিজি মেশিন। আগামী ৭ দিনের মধ্যে এই সব চালু না করলে পূজার আগে বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হতে বাধ্য হবেন বলে জানান।কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ তাপস রায় ডেপুটেশন গ্রহন করে বলেন তিনি যত দ্রুত সম্ভব এক্সরে মেশিন সহ বিভিন্ন দাবি পূরণের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন। ডেপুটেশনে নেতৃত্বে ছিলেন সি পি আই এম নেতা ভারতেন্দ্র চৌধুরী,জ্যোতি ভদ্র,সুজয় সাহা,মনা পাটোয়ারী সহ অনেকেই।সিপিআইএমের ডেপুটেশনে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।