December 25, 2024

গাজোল কাটিকান্দর জুনিয়র হাই স্কুলে অনুষ্ঠিত হল করম পরব পূজা

1 min read

গাজোল কাটিকান্দর জুনিয়র হাই স্কুলে অনুষ্ঠিত হল করম পরব পূজা

আব্দুল ওহাব–:গাজোল- 7 সেপ্টেম্বর—: ৬ সেপ্টেম্বর মঙ্গলবার হচ্ছে করম পূজো বা করম পরব। এই উৎসব ভাদ্র মাসের একাদশী তিথিতে রাত্রে পালন করা হয়। এই পূজাতে করম বা করমা গাছের বা ডালের পূজা করা হয়। আজ বুধবার করম পরব পূজা উপলক্ষে মালদা জেলার গাজোল ব্লকের চাকনগর অঞ্চল আদিবাসী কুডমি সমাজের পক্ষ থেকে প্রতিবছর নেয় এ বছরে ও করম পরব পূজো উপলক্ষে ঝুমুর নাচ ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। এই ঝুমুর নাচে দুর দুরন্ত থেকে আসা বিভিন্ন দল অংশ গ্রহন করে থাকে ।

এই অনুষ্ঠানটি চলে রাত প্রায় দশটা পর্যন্ত। অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় কুডমি সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন মালদা জেলা আদিবাসী কুডমি সমাজের সম্পাদক স্বপন মাহাতো । ক্ষিতীশ মাহাত দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি ।।গাজোল ব্লক সম্পাদক নিরঞ্জন মাহাতো। সভাপতি বাবুলাল মাহাতো।জলোধর মাহাতো থেকে শুরু করে চাকনগর আদিবাসী কুডমি সমাজের সকল সদস্যগণ। সারাদিন উপোস থেকে বিভিন্ন নিয়ম-নিষ্ঠা সহকারে উৎসব পালন করা হয় বলে জানিয়েছেন কুডমি সমাজের গাজোল ব্লক সম্পাদক নিরঞ্জন মাহাতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *