এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো প্রতিবেশী পাড়ার এক যুবকের বিরুদ্ধে।
1 min readএক নাবালিকাকে বারংবার ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো প্রতিবেশী পাড়ার এক যুবকের বিরুদ্ধে।
পুজা পাল ঃ– এক নাবালিকাকে বারংবার ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো প্রতিবেশী পাড়ার এক যুবকের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের শ্যামপুর মোড় এলাকায়। ওই নির্যাতিতার বয়স ১৭ বছর। অভিযোগ, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। তখন অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলে তার শাস্তি হয়নি। পরে আবারও ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয়। পরিবারের দাবি, পুলিশ থানায় এই নিয়ে অভিযোগ না নেওয়ার কথা বলে। এমনকি নিজেরদের মধ্যে এই ঝামেলা মিটিয়ে নেওয়ারও কথা বলে।
সূত্রের খবর, নির্যাতিতা ওই নাবালিকাকে আগে ধর্ষণের পর তার পরিবার রায়গঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে। এই অভিযোগে অভিযুক্ত পুলিশ গ্রেফতার করলেও সে জামিন পেয়ে থানায় হাজিরা দিতে থাকে। এরপর আবার ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত।