প্রতিবছরের মতো এবছরও রায়গঞ্জের টাউনক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্টর “দিবা-রাত্রি নক আউট” অনুষ্ঠিত হচ্ছে
1 min readপ্রতিবছরের মতো এবছরও রায়গঞ্জের টাউনক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্টর “দিবা-রাত্রি নক আউট” অনুষ্ঠিত হচ্ছে
পুজা পাল ঃ- প্রতিবছরের মতো এবছরও রায়গঞ্জের টাউনক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্টর “দিবা-রাত্রি নক আউট” অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল থেকেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার পুর-প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ-পুর-প্রশাসক অরিন্দম বিশ্বাস, রাষ্ট্রমন্ত্রী সত্যজিৎ বর্মন-সহ আরও অনেকেই।সূত্রের খবর, রায়গঞ্জ মর্নিং স্টারের উদ্যোগে প্রতিবছরই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এই টুর্নামেন্টে ১৬ টি ফুটবল টিম অংশগ্রহণ করেছে। আজই এই খেলার ফাইনাল হবে বলে জানা গেছে। এই টুর্নামেন্টে প্রথম স্থানাধিকারী টিমের জন্য ট্রফি ও উপহার স্বরূপ ১৫ হাজার টাকা রয়েছে এবং রানার্স আপদের জন্য উপহার স্বরূপ রয়েছে ১০ হাজার টাকা।