অনূর্ধ্ব ১৪ (বয়েজ) সুব্রত কাপের ফাইনাল খেলয় অংশ নিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল কুনোর কে সি হাইস্কুলের ছেলেরা-
1 min readঅনূর্ধ্ব ১৪ (বয়েজ) সুব্রত কাপের ফাইনাল খেলয় অংশ নিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল কুনোর কে সি হাইস্কুলের ছেলেরা-
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩ সেপ্টেম্বর:শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর কালিচরন উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা দিল্লিতে সুব্রত কাপের ফাইনাল খেলায় অংশগ্রহণ করবার জন্য আজ দিল্লি উদ্দেশ্যে রওনা দেয়।শনিবার দুপুরে কুনোর কে সি বিদ্যালয়ের ছাত্রদের দিল্লি যাবার পূর্বে পরিচালক মণ্ডলীর সভাপতি প্রাক্তন বিধায়ক তপন দেব সিং,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা ছাত্রদের সম্বর্ধনা জানায়
।ইসলামপুরের পৌর পিতা কানাইয়া লাল আগরওয়াল কুনোর বিদ্যালয়ের খেলোয়াড়দের প্রত্যেকের জন্য উপহার পাঠিয়ে দিলে তাদের হাতে তুলে দেওয়া হয়।কুনোর কে সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার সরকার বলেন মোট ১৮ জন খেলোয়াড়দের সাথে ম্যানেজার হিসেবে যাচ্ছেন সাবির আলম এবং কোচ হিসাবে যাচ্ছেন কৌশিক রায়।
এছাড়াও সাথে যাচ্ছেন প্রধান শিক্ষক মনোজ কুমার সরকার।প্রধান শিক্ষক মনোজ কুমার সরকার জানান শনিবার রাত্রি এগারোটায় কালিয়াগঞ্জ থেকে শিলিগুড়িতে বাসে গিয়ে সকাল সাড়ে সাতটায় বাগডোগরা থেকে বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানান।
তিনি বলেন আনুর্ধ ১৪ সুব্রত কাপের খেলার উদ্বোধন হবে ৬ই সেপ্টেম্বর।খেলা চলবে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত। প্রধান শিক্ষক মনোজ সরকার বলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি সহ কালিয়াগঞ্জের মানুষ যে ভাবে এই খেলায় যাবার জন্য যে ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারা অভিভূত।তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।