করণদিঘী সর্বজনীন দুর্গোৎসব এবার নতুন চমক বুজ খলিফা আদলে মন্ডপ তৈরি
1 min readকরণদিঘী সর্বজনীন দুর্গোৎসব এবার নতুন চমক বুজ খলিফা আদলে মন্ডপ তৈরি
উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থেকে প্রদীপ সিনহা রিপোর্ট অনেকেরই সাধ থাকলেও সাধ্য নেই দুবাইতে গিয়ে বুর্জ খলিফা দর্শনের। তবে সুখবর, দুবাইয়ের বুর্জ খালিফা এবার করণদিঘী ব্লক সার্বজনীন দুর্গাপূজা দেখতে পাবেন সাধারণ মানুষ। যদিও ২০২১ সালে শ্রী ভূমি ক্লাবে অতিরিক্ত ভিড়ের জন্য সেই পুজো মণ্ডপ অষ্ঠমীর রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়। ফলে পরিকল্পনা করেও মণ্ডপ দেখা হয়নি অনেকেরই। কিন্তু, এই বছর পুজোয় মিটতে চলেছে সেই আক্ষেপ। করণদিঘী ব্লক সার্বজনীন দুর্গাপূজা টুঙ্গিদিঘীতে এবার দেখা যাবে বুর্জ খলিফা!করণদিঘী সার্বজনীন দুর্গাপূজা সংঘের পুজো এই বছর ৯ তম বর্ষে পা দিল। পুজোর জন্য অভিনব কোনও ভাবনা তারা তুলে ধরতে চাইছিল।
আর সেই হিসেবেই তারা থিম হিসেবে বেছে নিয়েছিল ‘বুর্জ খলিফা’-কে। জানা গিয়েছে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মন্ডপ নির্মাণের কাজ। শিল্পীরা মন্ডপ নির্মাণের কাজে হাত লাগিয়েছেন। পাশাপাশি চন্দননগরের শিল্পীরা আলোকসজ্জা করছেন। শিল্পীরা তৈরি করছেন দেবীমূর্তি।এই পুজোর উদ্যোক্তা করণদিঘী বিধায়ক গৌতম পাল বলেন, “আমাদের এই বছরের থিম বুর্জ খলিফা। গোটা জেলার মানুষ যাতে এই প্যান্ডেলের সৌন্দর্য উপভোগ করতে পারে সেই জন্য এই উদ্যোগ। প্যান্ডেলের উচ্চতা হতে চলেছে কমপক্ষে ১০০ ফুট।”তবে শ্রীভূমির সঙ্গে কোনও প্রতিযোগিতায় যেতে নারাজ তাঁরা। নিজেদের মতো করে এই মন্ডপ তৈরি করার পরিকল্পনা তাঁদের, জানান উদ্যোক্তারা। বুর্জ খলিফা দেখতে বহু মানুষ ভিড় জমাবে বলেই আশাবাদী উদ্যোক্তারা। তবে এক্ষেত্রে সাবধানী উদ্যোক্তারা। ভিড় মোকাবিলায় নেওয়া হয়েছে পর্যাপ্ত পদক্ষেপ। ইতিমধ্যেই প্রবেশ গেট এবং সুরক্ষা ব্যবস্থা আঁটসাঁট করার দফায় দফায় বৈঠক করছেন উদ্যোক্তারাবুর্জ খলিফা তৈরি করছে স্বাভাবিকভাবেই একটি বিরাট অঙ্কের টাকা খরচ করতে হবে। তবে নিশ্চিত বাজেট এখনও পর্যন্ত সামনে আসেনি। জেলার বাসিন্দারা এই পুজো দেখতে ভিড় জমাবে বলেই আশাবাদী উদ্যোক্তারা। মন্ডপসজ্জার পাশাপাশি সামাজিক কাজও যাতে ব্যাহত না হয় সেই দিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর দেওয়া হচ্ছে, করণদিঘী সর্বজনীন দুর্গোৎসব কমিটি বিধায়ক গৌতম পাল ,শান্ত দক্ত , সজল দেব পূজা মণ্ডপ এসে দেখাশোনা করছেন ,এবছর দুগা পূজায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সারেগা পা মঞ্চের বিশিষ্ট শিল্পী সহ গায়িকারা।