December 23, 2024

রায়গঞ্জের বিধায়ক এর উদ্যোগে আজ থেকে শুরু হলো মাল্টিপ্লেক্স সিনেমা হল ও ফুট কর্নার

1 min read

রায়গঞ্জের বিধায়ক এর উদ্যোগে আজ থেকে শুরু হলো মাল্টিপ্লেক্স সিনেমা হল ও ফুট কর্নার

আকাশ সরকার   রায়গঞ্জ শহরের আপাতত সব সিনেমা হলগুলিরই ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে। আগের মত আর জৌলুস নেই। কেননা এখন ব্ল্যাক এন্ড হোয়াইট যুগ শেষ হয়ে গিয়েছে। তার পরিবর্তে এসেছে মাল্টিপ্লেক্স। আলট্রা মর্ডানিটির যুগে একন গা ভাসাচ্ছেন সকলেই। এই পরিস্থিতিতে যুগের সাথে তাল মিলিয়ে রায়গঞ্জের উন্নয়নের জন্য বারে বারে এগিয়ে এসেছেন স্থানীয় বিধায়ক তথা ইন্ড্রাস্ট্রিয়ালিস্ট কৃষ্ণ কল্যানী। এক্ষেত্রেও এগিয়ে এলেন সেই তিনিই। রায়গঞ্জের উন্নয়নের কান্ডারী কৃষ্ণ বাবু।

 

তার উদ্যোগে বৃহস্পতিবার রায়গঞ্জে চালু হলো অত্যাধুনিক সুবিধে যুক্ত মাল্টিপ্লেক্স সিনেমা হল ও ফুড কর্নার। যাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে রায়গঞ্জ বাসীর। নিজে মাল্টিপ্লেক্সের সীটে বসে দেখলেন সিনেমার ট্রেইলার। বিধায়ক বলেন, যে কোনো শিল্পে ঝুঁকি নিতেই হয়। তার চেয়েও বড় বিষয় মানুষের চাহিদাপূরন। মানুষ পাশে থাকলে সবই সম্ভব। তাই সকলকে সাদর আমন্ত্রন জানিয়েছেন তিনি। অতিমারি করোনার আবহ কাটিয়ে মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরেছে। রায়গঞ্জের সমস্ত সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় মানুষের আমোদ প্রমোদের ব্যাবস্থা বন্ধ হয়ে গিয়েছে। এখন রায়গঞ্জের মানুষ এই মাল্টিপ্লেক্স সিনেমা হলে এসে সিনেমা দেখতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *