বক্স কালভার্টের বদলে হিম পাইপ দিয়ে কাজ। প্রতিবাদে ঠিকাদার কে কাজ করতে দিল না গ্রামবাসীরা
1 min readবক্স কালভার্টের বদলে হিম পাইপ দিয়ে কাজ। প্রতিবাদে ঠিকাদার কে কাজ করতে দিল না গ্রামবাসীরা
জয়দেব গোপ, চোপড়া:- সিডিউলে রয়েছে বক্স কালভার্ট,কিন্তু সেখানে হিউম পাইপ দিয়ে কাজ করতে আসলে গ্রামবাসীরা ঠিকাদার সংস্থার কর্মীদেরকে কাজ না করিয়ে ফিরিয়ে দেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি সিডিউল যেভাবে আছে বক্স কালভার্ট করতে হবে। তাই এদিন ঠিকাদার হিউম পাইপ দিয়ে সেখানে কাজ করতে আসলে গ্রামবাসী ওই ঠিকাদারকে ফিরিয়ে দেন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের সুইগছ এলাকায়।অন্যদিকে তড়িঘড়ি সাধারণ মানুষের যাতায়াতের জন্য হিউম পাইপ দিয়ে সমস্যার সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাফাই দেন জেলা পরিষদের সদস্য গোপাল ভৌমিক।
পরবর্তীতে সেখানে কালভার্ট নির্মাণ করা হবে বলে জানান তিনি। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা।গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে সুইগছ এলাকায় কালভার্ট ভেঙে যাতায়াতে সমস্যায় পরে ওই এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ। সেখানে গ্রামবাসীরা মিলে কোনও রকম যাতায়াতের ব্যবস্থা করেন। বিষয়টি স্হানীয় পঞ্চায়েত ও জেলা পরিষদের সদস্য গোপাল ভৌমিক কে জানান গ্রামবাসীরা। এরপর সেখানে হিউম পাইপ দিয়ে ঠিকাদার কাজ করতে আসলে গ্রামবাসী কাজ আটকে দেন। এবং ঠিকাদারকে ফিরিয়ে দেন গ্রামবাসীরা। এবং সিডিউলে বক্স কালভার্ট নির্মাণের জন্য করা হয়েছে। তাই যেভাবে সিডিউল আছে সেই ভাবে কাজ করা হোক এটাই দাবি জানিয়েছেন গ্রামবাসী ও স্হানীয় নেতৃত্বরা