October 20, 2024

অনূর্ধ্ব ১৪ সুব্রত কাপ ফাইনাল খেলতে দিল্লিতে যাবার ছাড়পত্র পেল হাওড়ার গঙ্গাধরপুর বিদ্যামন্দিরকে হারিয়ে কুনোর কালিচরন বিদ্যালয়:

1 min read

অনূর্ধ্ব ১৪ সুব্রত কাপ ফাইনাল খেলতে দিল্লিতে যাবার ছাড়পত্র পেল হাওড়ার গঙ্গাধরপুর বিদ্যামন্দিরকে হারিয়ে কুনোর কালিচরন বিদ্যালয়

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২০ আগস্ট: সমস্ত জল্পনা কল্পনার অবসান অবশেষে অনূর্ধ্ব ১৪ (বয়েজ) সুব্রত কাপ ফুটবলের ফাইনাল খেলায় পৌঁছালো কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হাওড়ার গঙ্গাধরপুর বিদ্যামন্দির কে ৩- o গোলে হারিয়ে উত্তর দিনাজপুর তথা উত্তরবঙ্গ থেকে সুযোগ পাওয়া একমাত্র বিদ্যালয় কুনোর কালীচরণ উচ্চ বিদ্যালয় পশ্চিমবঙ্গ থেকে বয়েস গ্রুপে দিল্লিতে যাবার ছাড়পত্র পেল শনিবার।

জানা যায় উত্তর দিনাজপুর জেলায় কুনোর কালিচরণ উচ্চ বিদ্যালয় শনিবার সকালে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে কুনোর কালিচরন উচ্চ বিদ্যালয় হাওড়ার গঙ্গাধরপুর বিদ্যামন্দিরকে ৩- o গোলে হারিয়ে সুব্রত কাপের ফাইনাল পৌঁছানোর গৌরব অর্জন করলো।কুনোর কালি চরন উচ্চ বিদ্যালয়ের পক্ষে গোল তিনটি করেন যথাক্রমে রাজেশ রায়- ২ এবং বুধু সোরেন – ১টি গোল।

গত শুক্রবার অনুরূপ ভাবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় একমাত্র সুযোগ পাওয়া কালিয়াগঞ্জ ব্লকের কুনোর কালিচরন উচ্চ বিদ্যালয় সেমি ফাইনালে বর্ধমানের কৃষ্ণাদেবপুর উচ্চ বিদ্যালয় কে ৩-১ গোলে কুনোর কালিচরন হারিয়ে দেয়।

তিনটি গোলের মধ্যে জোড়া গোল দুটি করেন বুধূ সোরেন এবং অপর একটি গোল জিৎ হাজদা। কৃষ্ণ দেবপুরের পক্ষে একটি গোল করে বিশাল মার্ডি। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর কালি চরণ উচ্চ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক উত্তম ঘোষ এবং হারান মণ্ডল বলেন পরপর দুইদিন এতটাই ভালো খেলবে যা আশাতিরিক্ত।প্রচন্ড ভালো খেলেই দিল্লিতে ফাইনাল খেলবার সুযোগ আমাদের ছেলেরা পেয়েছে বলে জানান। আমরা আমাদের ছাত্রদের অভিনন্দন জানিয়েছি।সম্ভবত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই অনূর্ধ্ব ১৪ সুব্রত কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে দিল্লিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *