January 3, 2025

প্রবল চাপ বাড়ল তৃণমূলের, ১৯ শাসক নেতার বিপুল সম্পত্তি বৃদ্ধির মামলায় যুক্ত হল ইডি!

1 min read

প্রবল চাপ বাড়ল তৃণমূলের, ১৯ শাসক নেতার বিপুল সম্পত্তি বৃদ্ধির মামলায় যুক্ত হল ইডি!

এসএসসি দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিরোধীদের অবশ্য অভিযোগ, শুধু পার্থই নন, এসএসসি দুর্নীতিতে যুক্ত আরও অনেক তৃণমূল নেতামন্ত্রীরা। এই পরিস্থিতিতে তৃণমূল নেতা-মন্ত্রীদের চাপ আরও বাড়ল। তৃণমূল নেতাদের আয়বৃদ্ধি নিয়ে দায়ের একটি জনস্বার্থ মামলায় এবার ইডিকে যুক্ত করতে বলল কলকাতা হাইকোর্ট।সোমবার এমনই নির্দেশ দিয়েছেন হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। মামলায় ১৯ জন তৃণমূল নেতার সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বস্তুত, বাংলার নেতা-মন্ত্রীদের সম্পত্তি কীভাবে এত বেশি হারে বাড়ছে, তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা খতিয়ে দেখুক, সোমবার এমনই আর্জি জানানো হয়েছিল কলকাতা হাই কোর্টে। সেই মামলাতেই সোমবার ইডিকেও জুড়ে দেওয়ার নির্দেশ দিল হাই কোর্ট।

 

২০১৭ সালে দায়ের ওই জনস্বার্থ মামলায় প্রশ্ন তোলা হয়েছে, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল নেতাদের সম্পত্তি কয়েক গুণ বেশি হয়েছে। কারও কারও সম্পত্তি ১০০০ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কীভাবে তা সম্ভব হল, সেই বিষয়টিই ইডিকে খতিয়ে দেখতে আবেদন করা হয়েছে মামলায়।সোমবার শুনানিতে মামলাকারীদের আইনজীবী শামিম আহমেদ বলেন, কী করে ৫ বছরে তৃণমূল নেতাদের সম্পত্তি বিপুল পরিমাণে বাড়ল, তা খতিয়ে দেখুক ইডি। এর পরই এই মামলায় ইডিকে পক্ষ করার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। কোন কোন তৃণমূল নেতাদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে আদালতে প্রশ্ন তোলা হয়েছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *