কালিয়াগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্বল ও ঐতিহ্যবাহী রঙ্গমঞ্চ নজমু নাট্য নিকেতনের ৯০ বছর পূর্তি উৎসবকে কেন্দ্র করে ব্যাপক কর্ম তৎপরতা চলছে
1 min readকালিয়াগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্বল ও ঐতিহ্যবাহী রঙ্গমঞ্চ নজমু নাট্য নিকেতনের ৯০ বছর পূর্তি উৎসবকে কেন্দ্র করে ব্যাপক কর্ম তৎপরতা চলছে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৮ আগস্ট: সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যবাহী রঙ্গমঞ্চ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নজমু নাট্য নিকেতনের ৯০ তম বর্ষপূর্তি উৎসবকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ শুরু হয়েছে ব্যাপক কর্ম তৎপরতা।কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনের সাধারন সম্পাদক তথা নাট্য ব্যক্তিত্ব চন্দন চক্রবর্তী এক সাক্ষাৎকারে বলেন তাদের সংস্থা সিদ্ধান্ত নিয়েছে আগামী সেপ্টেম্বর মাসে নজমু নাট্টু নিকেতনের ৯০ তম বর্ষপূর্তি উৎসবকে কেন্দ্র করে নজমু নাট্য নিকেতনের রঙ্গমঞ্চে আগামী ৪ঠা সেপ্টেম্বর থেকে ৯ই সেপ্টেম্বর ছয় দিন ব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত দুই বছর করোনার আবহের দরুন সর্বত্রই সাধারন মানুষ চরম সমস্যার মধ্যে দিয়ে জীবন যাপন করতে হয়েছে।মানুষ সভা জগতের থেকে সব দিক দিয়ে পিছিয়ে পড়েছিল।ছিলনা মানুষের মনে কোন শান্তির পরিবেশ। করোনার প্রভাব থেকে সম্পূর্ন ভাবে আমরা মুক্ত না হলেও সেই আতঙ্ক বর্তমানে নেই তাই ৪ঠা সেপ্টেম্বর থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনের ৯০তম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হবে আগামী ৪ঠা সেপ্টেম্বর।প্রথম দিনের অনুষ্ঠানে কালিয়াগঞ্জ শহরের ৮টি নৃত্য বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা আলাদা আলাদা ভাবে বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করবে।
৫ই সেপ্টেম্বর অনুষ্ঠানে থাকছে কালিয়াগঞ্জ শহরের ৮টি সঙ্গীত মহাবিদ্যালয়ের ধিক্ষ্ক ও ছাত্র ছাত্রীরা আলাদা আলাদা ভাবে তাদের সঙ্গীতের ডালি নিয়ে উপস্থিত হবেন দর্শকদের আকর্ষণ করবার জন্য। ৬ই সেপ্টেম্বর অনুষ্ঠানে থাকবে তিনটি নৃত্যানুষ্ঠান এবং দুটি নাটক। যত্রিক নাট্য গোষ্ঠীর “সাপ লুডু”।নাটক নির্দেশনায় নন্দ কুমার ঘোষ।দ্বিতীয় নাটক প্রজ্জলন নাট্য সংস্থার”ভালো লাগলে লাইক করুন”।নির্দেশনা সংগ্রাম দত্ত ও গৌরাঙ্গ পাল।৭ই সেপ্টেম্বর নজমু নাট্য ডিকেতনের রঙ্গমঞ্চে দুটি নাটক যার একটি অনুষ্ঠিত হবে বিচিত্রা নাট্য সংস্থার নাটক, প্রখ্যাত নাট্যকার হরি মাধব মুখোপাধ্যায় নির্দেশিত নাটক গনেশ গাঁথা।দ্বিতীয়টি উত্তর দিনাজপুর অন্যজন নাট্য সংস্থার নাটক”বেহুদা”।নাটক নির্দেশনায় আবুল আলী। ৮ই সেপ্টেম্বর অরণ্য থিয়েটার পরিচালিত” অশ্বথামা”।নির্দেশনা বিভু ভূষন সাহা।নন্দিনী নাট্য সংস্থার নিবেদন “মৃত্যুর গন্ধ”।নির্দেশনায় মানিক রায় চৌধুরী। নজমু নাট্টু নিকেতনের ৯০ তম বর্ষপূর্তি উৎসবেরউৎসবের শেষ দিনের অনুষ্ঠান ৯ই সেপ্টেম্বর উইমেন্স থিয়েটার প্রযোজিতপ্রযোজিত নাটক “বিসর্জন’।নির্দেশনায় শুভেন্দু চক্রবর্তী এবং নাট্য সিদ্ধান্ত নাট্য সংস্থার নিবেদন “সমাজ দর্পণ”।নির্দেশনা দীপঙ্কর কর। কালিয়াগঞ্জ নজমুনার টু নিকেতনের ৯০ তম বর্ষ পূর্তি উৎসব উপলক্ষে কালিয়া গঞ্জের পৌর পিতা রাম নিবাস সাহা জানান আমি ব্যক্তিগতভাবে দারুণ খুশি আমাদের কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নজমু নাট্য নিকেতনের ৯০ তম বর্ষপূর্তি উৎসব হচ্ছে জেনে। আমি এই উৎসবের সাফল্য কামনা করি। কালিয়াগঞ্জ এর নাট্য ব্যক্তিত্ব বিভুভূষণ সাহা বলেন আমরা যেমন মা বাবার কাছে মানুষ হয়েছি ঠিক আমাদের নজমু নাট্য নিকেতন মঞ্চ ছোট থেকে নাটক করবার সুযোগ করে দিয়ে আমাদের নাটকের মানচিত্রে জায়গা করে দিতে সাহায্য করেছে।যাকে কোনদিন ভুলতে পারবোনা। যাত্রীক নাট্যগোষ্ঠীর কর্ণধার নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী বলেন নজমু নাট্য নিকেতন আমাদের অনেক কিছু দিলেও নজমুকে আমরা ৯০ বছরেও অত্যাধুনিক রঙ্গমঞ্চে পরিণত করতে পারিনি। যেটা আমাদের ব্যর্থতা।বিচিত্রা নাট্য সংস্থার কর্ণধার অরিন্দম ঘোষ বলেন নজমু নাট্য নিকেতন আমাদের নাটকের অ আ ক খ। নজবু নাট্য নিকেতনের কাছে আমরা সবাই ঋণী। তাই নজমু নাট্য নিকেতনের ৯০ তম বর্ষ পূর্তির সাফল্য চারিদিকে ছড়িয়ে পড়ুক।