December 24, 2024

পার্থ চট্টোপাধ্যায় এখন জেল হেফাজতে, মর্মাহত বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

1 min read

পার্থ চট্টোপাধ্যায় এখন জেল হেফাজতে, মর্মাহত বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

পার্থ চট্টোপাধ্যায়ের জেল যাত্রায় মর্মাহত বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সোমবার বিধানসভায় কবিপ্রনাম অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, একটা সময়ে পার্থ চট্টোপাধ্যায়কে তিনি রাজনীতিতে এনেছিলেন। আজ তিনি যদি নিজেকে নির্দোষ প্রমান করে ফিরে আসতে পারে তবে তিনি খুব খুশি হবেন।২২ শ্রাবণের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের অনুষ্ঠান ছিল বিধানসভায়। তারপর প্রসঙ্গক্রমে পার্থর কথা ওঠে। শোভনদেববাবু বলেন, “একদিন একটা বাচ্চা ছেলে এসে বলেছিল, আপনি মাথার উপর না থাকলে রাজনীতি করতে পারব না।

আজকে সেই পার্থ জেলে। এটা আমার কাছে দুঃখের।” তিনি আরও বলেন, “পার্থ ওর বইতেও লিখেছিল যে, আমার হাত ধরে রাজনীতিতে এসেছিল। যে ঘটনা ঘটেছে তাতে আমি দুঃখ পেয়েছি। যদি ও নিজেকে নির্দোষ প্রমাণ করে ফিরে আসতে পারে তাহলে খুশি হব।”এ বাদ দিয়ে আর কিছু বলতে চাননি শোভনদেব। ব্যক্তিগত অনুভূতির কথা বলার পর তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, এ ব্যাপারে কথা বলার বিষয়ে দলের বারণ রয়েছে। এও বলেন, “আমি দলের অনুগত। দল যেটা বলবে সেটাই আমার কাছে চূড়ান্ত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *