December 26, 2024

সংগীত জগতে শোকের ছায়া, প্রয়াত বিশিষ্ট সংগীতশিল্পী নির্মলা মিশ্র

1 min read

সংগীত জগতে শোকের ছায়া, প্রয়াত বিশিষ্ট সংগীতশিল্পী নির্মলা

বিশিষ্ট সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র প্রয়াত। তার বয়স হয়েছিল ৮১ বছর। শনিবার রাতে চেতলার নিজের বাড়িতে জীবনাবসান হয় তাঁর। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। এমনই জানিয়েছেন তাঁর পারিবারিক চিকিত্‍সক।।বাংলা গানের এক অধ্যায়ের অবসান হল শিল্পীর জীবনাবসানে। রাতে নার্সিং হোমে রাখা থাকবে তাঁর মরদেহ। আজ, রবিবার (৩১শে জুলাই) রবীন্দ্র সদনে শায়িত থাকতে শিল্পীর মরদেহ।সেখানে শ্রদ্ধা জানাতে পারবেন তাঁর গুণমুগ্ধরা। তারপর ক্যাওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।পরিবার সূত্রে জানানো হয়েছে, তিনি বাড়িতেই ছিলেন। বেশ কিছুদিন ধরে অসুস্থতা ছিল।

 

এর আগে বেশ কয়েক বার তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্‍সা করাতে রাজি ছিলেন না। তাই বাড়িতে রেখেই তাঁর চিকিত্‍সা করানোর ব্যবস্থা করা হয়।এদিন আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় এবং তারপর তাঁর মৃত্যু হয়। চিকিত্‍সকদের বক্তব্য, হৃদযন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর চিকিত্‍সক কৌশিক চক্রবর্তী মৃত্যুর সময় রাত ১২টা ০৫ মিনিট লিখেছেন। এর আগে তাঁর তিনবার স্ট্রোক এবং দুবার হার্ট অ্যাটাক হয়েছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *