উচ্চমাধ্যমিকে ৪৯০ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান কালিয়াগঞ্জ সরলা সুন্দরী বিদ্যালয়ের ছাত্রী শ্রেয়শী দাস।
1 min readউচ্চমাধ্যমিকে ৪৯০ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান কালিয়াগঞ্জ সরলা সুন্দরী বিদ্যালয়ের ছাত্রী শ্রেয়শী দাস।
উচ্চমাধ্যমিকে ৪৯০ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান কালিয়াগঞ্জ সরলা সুন্দরী বিদ্যালয়ের ছাত্রী শ্রেয়শী দাস। শ্রেয়সী জানায় সে নবম স্থান দখন করায় প্রচন্ড খুশি।ভবিষতে কি হতে চাও এই প্রশ্নের উত্তরে শ্রেয়সী জানায় সে ভবিষতে ইংরেজীর অধ্যাপিকা হতে চায়।শ্রেয়সী এক প্রশ্নের উত্তরে বলে সে বাংলায় ৯৫,ইংরেজিতে ৯৭ ভূগোলে১০০,সংস্কৃতে১০০ নম্বর এবং কম্পিটরে১০০ নম্বর পেয়েছে।
সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বর্মা বলেন শ্রেয়শী বরাবরই খুব ভালো মেয়ে। পড়াশোনার সাথে বিদ্যালয়ের কালচারাল অনুষ্ঠানেও তার অবাধ বিচরন ছিল।ও ভবিষতে অনেক বড় কিছু হবে বলেই তার ধারনা। বাবা দীপক সাহা একজন গৃহশিক্ষক । বাবা মা সবসময়ই আমাকে সাহায্য করেছে। এ ছাড়াও সরলা সুন্দরী বিদ্যালয়ের শিক্ষকেরা আমাকে ভীষণ ভাবে সাহায্য করেছে ।তাদের কাছে আমি চিরঋণী। কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা শ্রেয়সী রাজ্যে নবম স্থান দখল করায় তার বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা জানিয়ে আসেন পৌরসভার পক্ষ থেকে।