December 23, 2024

উচ্চ মাধ্যমিকের ফলাফলের উত্তরবঙ্গের জয়জয়কার

1 min read

উচ্চ মাধ্যমিকের ফলাফলের উত্তরবঙ্গের জয়জয়কার

প্রবাল সাহা রায়গঞ্জ  আজ ১০ই জুন শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলো বেলা ১১টায়। উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার কৃতি ছাত্রী অদিশা দেবশর্মা ৪৯৮  নাম্বার পেয়ে রাজ্য প্রথম স্থান অধিকার করেছে।

অদিশা দিনহাটা সোনিদেবি জৈন স্কুলের ছাত্রী। খবর পেয়ে উচ্ছ্বসিত প্রতিবেশী ও পরিবারের লোকেরা। অদিশা আরো জানায় ভবিষ্যতে পথশিশুদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে।অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার কৈলাস চন্দ্র রাধারানী বিদ্যালয়ের ছাত্রী স্নেহা দাস রাজ্যের মেধাতালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে।উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র জিতেশ বসাক রাজ্যের মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে।কালিয়াগঞ্জ এর সরলা সুন্দরী বিদ্যালয়ের কৃতি ছাত্রী শ্রেয়স্রি দাস ৪৯০ পেয়ে রাজ্য যুগ্মভাবে নবম হয়েছে।

 

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৮৯ নম্বর পেয়ে রাজ্যে দশম হয়েছে ইটাহার থানার ভুপালপুর বিদ্যালয় ছাত্রী শ্রেষ্ঠা রায়।উল্লেখযোগ্য ভাবে এবার দক্ষিণ দিনাজপুর জেলার ফলাফল ছিল নজর কাড়ার মতো। বালুরঘাট হাই স্কুল থেকে তিনজন ৪৯৩  পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে। তারা হল তিস্তা ঘোষ, আকাশ দত্ত ও পার্থসারথি সাহা।দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারি হাইস্কুলের আদ্রিতা ৪৮৯ পেয়ে রাজ্য মেধাতালিকায় দশম স্থান অধিকার করেছে।বালুরঘাট হাই স্কুলের কৃতি দুঃস্থ ছাত্র বিজন বর্মন ৪৯২ নম্বর পেয়ে রাজ্য মেধাতালিকায় সপ্তম স্থান অধিকার করেছে।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর হাই স্কুলের ছাত্রী দেবলীনা পাল ৪৯০ নম্বর পেয়ে রাজ্যে নবম হয়েছে। মালদা জেলার মালদা বার্লো স্কুলের ছাত্রী নিলাঞ্জনা সিনহা ৪৯২পেয়ে রাজ্য মেধাতালিকায় সপ্তম স্থান অধিকার করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *