October 27, 2024

ভোটের সময় টি – ২০ খেলা খেলতে পারে শাসক দল,অনুমান করছে বিজেপি,কংগ্রেস ও বামেরা

1 min read

ভোটের সময় টি – ২০ খেলা খেলতে পারে শাসক দল,অনুমান করছে বিজেপি,কংগ্রেস ও বামেরা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫ ফেব্রুয়ারি:ভোট বড় বালাই। তাই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ও ডালখোলা পৌর সভার ভোটকে তত গুরুত্ব না দিলেও কালিয়াগঞ্জ পৌর সভায় তৃণমূলের বোর্ডকে পুনরায় ধরে রাখতে শাসক দল একদিনের টি- ২০ খেলা খেলতে জোর তৎপরতায় কপালে চিন্তার ভাঁজ পরেছে বিজেপি,কংগ্রেস ও বামেদের।উত্তর দিনাজপুর জেলার তিনটি পৌর সভার মধ্যে কালিয়াগঞ্জ পৌর সভার দখলকে কেন্দ্র করে শাসক তৃণমূল দলের মন্ত্রী থেকে বিধায়করা কালিয়াগঞ্জ শহরে কয়েকদিন থেকেই ঘটি গেড়ে বসে যেন তেন প্রকারেন ১৭-o করার চেষ্টা করে যাচ্ছে বলে জানা যায়।কালিয়াগঞ্জ পৌর সভার ভোট প্রচারে শাসক তৃণমূল দল থেকে বিজেপি কোন অংশেই কম নেই।

পৌর ভোটের প্রচারে কংগ্রেস ও বামেরাও পিছিয়ে নেই।এর মধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কালিয়াগঞ্জ শহরে একদিনের প্রচারে এসে ঝর তুলে দিয়ে গেছে।কালিয়াগঞ্জ পৌর ভোটে এবার বিজেপির মুখ তথা কালিয়াগঞ্জ শহরের উন্নয়নের কান্ডারী কার্তিক পাল ১৭টি ওয়ার্ড চসে বেড়াচ্ছে বিজেপির পৌর বোর্ড গড়তে মানুষের আশীর্বাদ পাবার জন্য।কালিয়াগঞ্জ পৌর ভোট এবার বিজেপির কার্তিক পাল ভার্সেস তৃণমূল দলের সাথে জোর টক্কর। কয়েকদিন আগে শাসক দলের পক্ষে কলকাতার মহা নাগরিক তথা রাজ্যের পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম প্রকাশ্য জনসভা করে বলে গেছেন কালিয়াগঞ্জ পৌর সভার ভোটে বিজেপি একটি আসনও নয়।শাসক তৃণমূল দলকে ১৭-o করতেই হবে।তিনি বলে গেছেন এই রাজ্যে বিজেপিকে কোন ভাবেই জায়গা ছাড়া হবেনা।ফিরহাদ হাকিম রাজ্যের সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানী কে ইসলামপুর থেকে এনে কালিয়াগঞ্জ শহরে ভোটের সেনাপতির দায়িত্ব দিয়ে গেছেন।ভোটের সেনাপতি গোলাম রাব্বানী তাই ইটা হারের বিধায়ক মোশারফ হোসেন,রায়গঞ্জের পৌর পিতা সন্দীপ বিশ্বাস,চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আফরিন,কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়কে সঙ্গে নিয়ে কয়েক দিন ধরেই কালিয়াগঞ্জ শহরের অলিগলি র বিভিন্ন বাড়িতে গিয়ে ভোট ভিক্ষা করে চলেছে।পিছিয়ে নেই কংগ্রেস।কংগ্রেস দলের পক্ষে কংগ্রেস নেত্রী তথা প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়ঞ্জন দাসমুন্সীর স্ত্রী দীপা দাসমুন্সী প্রচার করে গেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *