October 27, 2024

মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও প্রাক্তন পৌর পিতা কার্তিক পালের ব্যবস্থাপনায় পৌর জমিতে কর্ম তীর্থ মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন-

1 min read

মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও প্রাক্তন পৌর পিতা কার্তিক পালের ব্যবস্থাপনায় পৌর জমিতে কর্ম তীর্থ মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন-

পন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৭জানুয়ারি:বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও প্রাক্তন পৌর পিতা কার্তিক পালের উদ্দ্যোগে তৃণমূল পরিচালিত পৌর সভার উদ্দ্যোগে পৌর সভার নিজস্ব জমিতে কর্মতীর্থ মার্কেট কমপ্লেক্স এর উদ্বোধন করা হয়।উদ্বোধন করেন কালিয়াগঞ্জের পৌর প্রসাশক শচিন সিংহ রায়।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী,জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ,প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ সহ পৌর সভার চারজন প্রসাশক ও বিশিষ্ট জনেরা।

কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক শচিন সিংহ রায় বলেন এই কর্ম তীর্থ মার্কেট কমপ্লেস্কের কাজ ।বিগত দুই বছর পূর্বে শুরু করা হয়েছিল প্রাক্তন পৌর পিতার আমলেই।এটির নির্মাণ করতে ব্যায় হয় ১ কোটি ৬৫লক্ষ টাকা।

বেকার ছেলেদের স্বনির্ভর হবার জন্য মোট ৪০ টি স্টল করে দেওয়া হয়েছে।কালিয়াগঞ্জ শহরের বেকার যুবকরা এই স্টলে তারা নিজের ইচ্ছামত ব্যবসা করে নিজ পায়ে দাঁড়াতে পারবে বলে জানান।কালিয়াগঞ্জের পৌর প্রসাশক নাম না করলেও আকারে ইঙ্গিতে তার কথা কারো বুঝতে অসুবিধা হয়নি যে কালিয়াগঞ্জের প্রাক্তন পৌর পিতা কার্তিক পাল চেয়ারম্যান থাকার সুবাদেই কালিয়াগঞ্জ শহরকে সত্যি সত্যিই বর্তমানে পৌর শহরে পরিণত করেছে।যা পূর্বে কোন দিন ভাবাই যায়নি।এখন কালিয়াগঞ্জ পৌর শহর প্ৰকৃত পৌর শহরের রূপ পেয়েছে। কাজ আরো বাঁকি আছে সবই হবে।পুনরায় পৌর নির্বাচন আসছে মানুষের আশীর্বাদ পেলে পুনরায় শহরের বাকি।কাজ গুলি করা হবে বলেই তার বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *