October 27, 2024

হাওড়া, বিধাননগর-সহ ৫ পুরভোট ২২ জানুয়ারি হতে পারে, বাকি ১০৬ পুরসভায় ২৭ ফেব্রুয়ারি

1 min read

হাওড়া, বিধাননগর-সহ ৫ পুরভোট ২২ জানুয়ারি হতে পারে, বাকি ১০৬ পুরসভায় ২৭ ফেব্রুয়ারি

কলকাতার পর রাজ্যের বাকি জেলাগুলিতে পুর নির্বাচন কবে হবে, তার ইঙ্গিত পাওয়া গেল বৃহস্পতিবার। রাজ্যের মোট ১১২টি পুরসভার মধ্যে ১১১টি পুরসভায় ভোট হবে। তার মধ্যে পাঁচটি পুরনিগম রয়েছে এবং ১০৬টি পুরসভা। কয়েক দিন আগেই ভোট হয়ে গিয়েছে কলকাতা পুরসভার। বাকি পুরসভাগুলিতে কবে ভোট হবে তা কমিশনের কাছে জানতে চেয়েছিল কলকাতা হাই কোর্ট।২৩ ডিসেম্বরের মধ্যে সম্ভাব্য দিন জানানোর নির্দেশ দিয়েছিল আদালত।

বৃহস্পতিবার আদালতে হলফনামা জমা দিয়ে বাকি পুরসভাগুলির সম্ভাব্য ভোটের তারিখ জানাল কমিশন। আদালতে কমিশন জানিয়েছে, দু’দফায় ভোট করতে চায় তারা। প্রথম দফায় পাঁচ পুরনিগমে এবং দ্বিতীয় দফায় বাকি পুরসভায় ভোট করানোর চিন্তাভাবনা করছে তারা। কমিশন জানিয়েছে, হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর পুরনিগমে ভোট হতে পারে আগামী ২২ জানুয়ারি। আর বাকি পুরসভায় ভোট ২৭ ফেব্রুয়ারি।কলকাতা পুরভোটের দিন ঘোষণার পরেই দু’টি জনস্বার্থ মামলায় জানতে চাওয়া হয়েছিল, রাজ্যের বাকি জেলাগুলির ১১১টি পুরসভায় ভোট কবে হবে? কেনই বা এ ব্যাপারে দেরি করছে রাজ্য? কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এর পর এই প্রশ্ন করে রাজ্যকে। বৃহস্পতিবার মামলাটি আদালতে উঠলে হলফনামা দিয়ে রাজ্যের বাকি পুরসভার ভোটের সম্ভাব্য দিনক্ষণ জানাল রাজ্য নির্বাচন কমিশন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *