October 28, 2024

কুনোরে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর ৪র্থ উত্তর দিনাজপুর জেলা সম্মেলন-

1 min read

কুনোরে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর ৪র্থ উত্তর দিনাজপুর জেলা সম্মেলন-

বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর মুক্ত মঞ্চে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী রাজ্য সম্মিলনী সমিতির উত্তর দিনাজপুর জেলার ৪র্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে আট দফা দাবি রাখা হয়।

যার মধ্যে ছিল প্রতিবন্ধীদের প্রতিমাসে ৭ হাজার টাকা করে প্রতিমাসে ভাতা দিতে হবে,চান্দলের প্রতিবন্ধীদের জমি দখলকারীদের গ্রেপ্তার করতে হবে,প্রতিবন্ধীদের চাকরির ক্ষেত্রে ৪% সংরক্ষণ করতে হবে,প্রতিবন্ধীদের ,

৩৫ কেজি রেশন দিতে হবে,প্রতিবন্ধী দের জাতীয় পরিচয় পত্র দিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য যুগ্ম সম্পাদক সাম্য গাঙ্গুলী আমর্তলোক ব্যানার্জী,রাজ্য যুগ্ম সম্পাদক,মনি চক্রবর্তী, অফিস সম্পাদক,উত্তর দিনাজপুর জেলার নব নির্বাচিত জেলা সম্পাদক উত্তম গুহ এবং ক্যাশিয়ার রামচন্দ্র সাহা। জানা যায় ৪৫জন সদস্যকে নিয়ে নুতন উত্তর দিনাজপুর জেলা কমিটি গঠিত হয় জেলা সম্মেলন থেকে।জানা যায় এই কমিটি আগামী তিন বছরের জন্য গঠিত হয়।

6 thoughts on “কুনোরে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর ৪র্থ উত্তর দিনাজপুর জেলা সম্মেলন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *