October 28, 2024

কালিয়াগঞ্জ বিজ্ঞান মঞ্চের উদ্দ্যোগে একই পরিবারের ৫জন ব্যক্তির মরোনোত্বর দেহদানের অঙ্গীকার

1 min read

কালিয়াগঞ্জ বিজ্ঞান মঞ্চের উদ্দ্যোগে একই পরিবারের ৫জন ব্যক্তির মরোনোত্বর দেহদানের অঙ্গীকার

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৭ নভেম্বর:উত্তর দিনাজপুর জেলা বিজ্ঞান মঞ্চের সহ যোগীতায় ও কালিয়াগঞ্জ বিঞ্জন মঞ্চের ব্যবস্থাপনায় রবিবার কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থার মঞ্চে উত্তর দিনাজপুর জেলার বিজ্ঞান মঞ্চের উদ্দ্যোগে ও কালিয়াগঞ্জ বিজ্ঞান মঞ্চের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল মরোনোত্বর দেহ দানের এক অভিনব অনুষ্ঠান।

অনুষ্ঠানে কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড়ের অবসর প্রাপ্ত কর্মচারী ৮৯বছরের বাচিক শিল্পী অনিল বিশ্বাস(কাটু) সহ তার স্ত্রী সান্তনা বিশ্বাস,পুত্র শান্তনু বিশ্বাস,রেখা বিশ্বাস ও রূপালী ভট্টাচার্য বিশ্বাস মরোনোত্বর দেহ দান করার অঙ্গীকার পত্রে সই করা ছাড়াও মরনোত্বর দেহ দান করবার অঙ্গীকার করেন বিশিষ্ট রাজনৈতিক নেতা ভারতেন্দ্র চৌধুরী,

 

উত্তর দিনাজপুর জেলা বিজ্ঞান মঞ্চের সভাপতি তথা প্রাক্তন প্রধান শিক্ষক বিমল কুমার সেন,বিনায়ক সেন,টুম্পা বোস সেন,সতীশ চন্দ্র মাহাত,অরূপ নারায়ণ বসাক ও শিবেশ চন্দ্র কুন্ডু।রবিবারের বিজ্ঞান মঞ্চের সভায় এক সাথে ১২,জন ব্যক্তি মরোনোত্বর দেহ দান করার অঙ্গীকার করায় এই অভিনব সিদ্ধান্তের জন্য কালিয়াগঞ্জবাসী সবাইকে অভিনন্দন জানান।এক সাক্ষাৎকারে উত্তর দিনাজপুর জেলা বিজ্ঞান মঞ্চের সহ সভাপতি অঞ্জন কুমার মজুমদার বলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হবার পর নব্বইয়ের দশক থেকে

বিজ্ঞান মঞ্চ মরোনোত্বর দেহ দানের জন্য উৎসাহ দিতে কাজ করে আসছে।মানুষের এই দেহ দানের ফলে যাতে মানুষেরই কাজে লাগে তার জন্যই আমাদের আন্দোলন চলছে এবং ভবিষ্যতেও চলতে থাকবে।মরনোত্বর দেহ দান কারী ভারতেন্দ্র চৌধুরী বলেন আজকের দিনে বিখ্যাত বিজ্ঞানী সি ভি রমন জন্ম গ্রহন করেছিলেন। তাই এই পবিত্র দিনে আমরা কালিয়াগঞ্জের মানুষ এই সিধান্ত নিয়েছি।আমাদের দেহ যাতে মানুষেরই কোন কাজে ব্যবহার করা যায় তাহলে আমরা মৃত্যুর পরেও শান্তি পাবো বলে মনে করি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজয় কুমার সরকার,কার্তিক পাহান,ভানু কিশোর সরকার,তপন কুমার চক্রবর্তী, ভানু প্রতাপ শর্মা,প্রদীপ কুন্ডু সহ অনেকেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *