October 28, 2024

স্বর্গীয় সোনালাল হাঁসদা ও কাজল বাস্কে স্মৃতিতে ফুটবল টুর্নামেন্টে।

1 min read

স্বর্গীয় সোনালাল হাঁসদা ও কাজল বাস্কে স্মৃতিতে ফুটবল টুর্নামেন্টে।

লোকনাথ সরকার, কুশমন্ডি স্বর্গীয় সোনালাল হাঁসদা ও কাজল বাস্কে স্মৃতিতে, চন্ডিপুর আদিবাসী সিধু-কানু কল্যাণ সংঘের পরিচালনায় এক দিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। খেলার শুভ সূচনা করেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় মহাশয়া। হবিবপুর বনাম হরিরামপুর দলের মধ্য দিয়ে প্রথম খেলা শুরু হয়। রেখা রায় মহাশয়াকে পুষ্প বর্ষায় স্বাগত জানান চন্ডিপুরের আদিবাসী লোক শিল্পীরা।

খেলায় অংশগ্রহণ করেন শিলিগুড়ি, হরিরামপুর, ওল্ড মালদা, তাজপুর, বালুরঘাট, রায়গঞ্জ, ক্যান্ত পুকুর, হবিবপুর থেকে ফুটবল দল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় মহাশয়া, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চ্যারম্যান সন্তোষ হাসদা, ৩ নং উদয়পুর পঞ্চায়েতের প্রধান আব্দুল রাজ্জাক মহাশয়, বিশিষ্ট নাট্যকার ও গবেষক সৌরভ রায়, নারী শিশুকল্যান বিভাগের কর্মাধ্যক্ষ মিঠু জোয়ারদার, বিশিষ্ট সমাজ সেবি নকুল রায় মহাশয়, সিধু-কানু সংঘের কর্ণধার বুধন হেমামালিনী সহ আরো অনেকে। পুরস্কার হিসেবে চাম্পিয়ন দল নগদ দশ হাজার টাকা সহ ট্রফি, রানার্স দল নগদ দশ হাজার টাকা সহ ট্রফি।চন্ডিপুর আদিবাসী সিধু-কানু কল্যাণ সংঘের কর্ণধার বুধন হেমরম কি বললেন শুনে নিবো।

6 thoughts on “স্বর্গীয় সোনালাল হাঁসদা ও কাজল বাস্কে স্মৃতিতে ফুটবল টুর্নামেন্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *