October 28, 2024

অন্যরকম শিক্ষক দিবস উত্তরবঙ্গে

1 min read

অন্যরকম শিক্ষক দিবস উত্তরবঙ্গে

করোনা, লকডাউন, সোশ্যাল ডিসটেন্সিং । ফলে শিক্ষক ছাত্র সামনা সামনি দেখা নেই প্রায় দের বছর । তাতে কি ? শিক্ষক তার কর্মে ছাত্রদের প্রাণে বসে থাকে । তারিই প্রমান কোনো ছাত্র দার্জিলিং এ বসে প্রিয় শিক্ষকের নামে গাছ রোপন করছেন , তো কোনো ছাত্র উত্তারবংএর সমভূমিতে। কখনো দলোবদ্ধ ভাবে ।

জানেন তিনি কে ? উত্তরবঙ্গের ভূমিপুত্র ও sustainable development নিয়ে কাজ করা আমাজন বিশেষজ্ঞ পরিবেশবিদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড তাপস পাল ।

ছাত্র ছাত্রীরা তাকে প্রাণ বায়ু বলেই ডাকে কারণ যে কোনো স্টুডেন্ট সমস্যায় পড়লেই তাকে পাশে পান । রিন্টু নামে ছাত্রটি বলে এমন স্যার কখনো দেখি নি যিনি কোনো মতেই আমাদের কোনো কিছু কপি পেস্ট করতে দেন না । বলেন শিক্ষা মানে ওরিজিনালিটি ।

প্রভাকার নামে স্কলার বলেন তাপস স্যার যা বলেন সেটাই ছাত্রদের ভালোর জন্য করেন। নিজের টিফিন, এটিএম সব ছাত্রীদের দিয়ে দেন । এমন মানুষ প্রতি মুহূর্তে পৃথিবী নিয়ে ভাবতে সেখায় । অপর্ণা বলে স্যার এর নামে গাছ রোপন করলাম ।।মাস্টার ডিগ্রী শেষ হলেও স্যার এর climate নিয়ে উদ্যোগ আমাদের স্বপ্ন । রাকেশ বলে স্যার এর নিবেদিত প্রাণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *