October 28, 2024

দুবরাজপুর আদালতে এলেন সিবিআই-এর প্রতিনিধি দল

1 min read

দুবরাজপুর আদালতে এলেন সিবিআই-এর প্রতিনিধি দল

দিব্যেন্দু গোস্বামী বীরভূম  বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার অন্তর্গত নবসন গ্রামে গত ১২ জুন বিজেপির বুথ সহ-সভাপতি মিঠুন বাগদি খুনের ঘটনায় তদন্তভার হাতে নিয়ে নবাসন গ্রামে আজ সিবিআই-এর প্রতিনিধি দল ঘুরে যান। আজ তাঁরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। যদিও এখনো পর্যন্ত মিঠুন বাগদির পরিবার গ্রামে থাকেন না। তারপর তাঁরা দুবরাজপুর আদালতে আসেন। এদিন সিবিআই-এর প্রতিনিধি দল এবং সিবিআই-এর আইনজীবী দুবরাজপুর আদালতে এসে মিঠুন বাগদী কেসের তথ্য সংগ্রহ করেন। উল্লেখ্য, মিঠুন বাগদি খুনের ঘটনায় গত ২৮ শে আগস্ট ছয় সদস্যের সিবিআই প্রতিনিধি দল কাঁকরতলা থানার নবসন গ্রামে গিয়েছিলেন। কথা বলেছিলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে

এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের সঙ্গে। আজ দুপুরে ফের সিবিআই একটি প্রতিনিধি দল নবসন গ্রামে আসে। ঘটনায় প্রকাশ, নবসন গ্রামে চলতি বছরে ভোটের আগে মার্চ মাসে গ্রামেরই 100 মিটার দূরে রাজু বাগদি নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় l সেই খুনের ঘটনায় নাম জড়িয়ে পড়ে বিজেপির বুথ সহ-সভাপতি মিঠুন বাগদির l গ্রেফতার হওয়ার তিন মাসের মধ্যে আদালতের জামিনে ছাড়া পাওয়ার পর মিঠুন বাগদী নবসন গ্রামে ঢুকলে তাঁকে রড, বটি, কাটারি নিয়ে রাজুর পরিবার তার ওপর অতর্কিত হামলা চালায় l

আহত অবস্থায় মিঠুনের দেহ রাস্তায় পড়ে থাকলে পুলিশ এসে সেই দেহ উদ্ধার করে নাকড়াকোন্দা প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন lএই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা বিজেপি সিবিআই তদন্তের দাবি জানায় l পুলিশ স্বতঃস্ফূর্তভাবে মামলা রুজু করলে পাঁচজনকে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়। কোর্টের নির্দেশে তদন্তভার হাতে তুলে নিয়ে আসরে কোমর বেঁধে নামে সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *