October 28, 2024

প্রতীতির সাহিত্যের আড্ডায় স্থান পেল “আধুনিকতার প্রেক্ষিতে মঙ্গলকাবে দেবী মা মনসা”

1 min read

প্রতীতির সাহিত্যের আড্ডায় স্থান পেল “আধুনিকতার প্রেক্ষিতে মঙ্গলকাবে দেবী মা মনসা”

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩০ আগস্ট:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ঐতিহ্যবাহী প্রতীতির ৪৪ তম বর্ষের চতুর্থ অধিবেশনের সাহিত্যের আড্ডা বসেছিল এবার দক্ষিণ আখানগরের সরলা সুন্দরী উচ্চ বিদ্যালযের সামনে অবস্থিত প্রতিষ্ঠিত আইনজীবি সুমনা গুহের বাড়ির হলঘরে রবিবার সন্ধ্যায়। কালিয়াগঞ্জের ভ্রাম্যমাণ মাসিক সাহিত্য সংস্কৃতি ও কৃষ্টি সংস্থার এবারের চতুর্থ অধিবেশনর মূল আলোচ্য বিষয় নির্ধারণ হয়েছিল “আধুনিকতার প্রেক্ষিতে মঙ্গল কাব্যে দেবী মা মনসা”।

মূল আলোচক সংস্থার যুগ্ম সম্পাদক ডঃ কাঞ্চন কুমার দে।তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তার আলোচনা এতটাই শ্রুতিমধুর ও তথ্যভিত্তিক যা শুনে আট থেকে আশি সবাই এক কথায় মুগ্ধ হয়েছেন।মূল আলোচ্য বিষয়ের উপর আলোচনা করেন স্বর্ণময় অধিকারী।তিনি মূল আলোচ্য বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে নুতন কিছু সংযোজন করবার প্রস্তাব দেন যা আলোচকের আলোচ্য বিষয় আরো সমৃদ্ধ হতে পারে বলে স্বর্ণময় বাবু মনে করেন।এ ছাড়াও আলোচনায় অংশগ্রহন করেন ভানু প্রতাপ শর্মা,মৃণ্ময় কর,রাধিকা রঞ্জন দেবভূতি

 

এবং অনুষ্ঠানের সভাপতি রাজ কুমার জাজো দিয়া।অনুষ্ঠানের শুরুতেই শিশু শিল্পী কঙ্কনা দের উদ্বোধনী সঙ্গীত সবাইকে মুগ্ধ করে।এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন ধিতশ্রী রায় সুচিস্মিতা সিনহা রক্ষিত।।তাপস চ্যাটার্জি, ও অংশুমান রায়ের সঙ্গীত উপস্থিত সবাইকে মুগ্ধ করে বলে জানা যায়।সুজাতা দত্ত,সুমনা গুহ এবং বিপুল মৈত্রের আবৃত্তি সবারই ভালো লাগার কথা।বিশ্বজিৎ সরকার এবং প্রদীপ কুমার রায়ের স্বরচিত কবিতা সামান্য হলেও সবার মনে সহজেই দাগ কেটেছে বলা যায়।

 

 

সাহিত্য আসরে সুকান্ত গুহের স্বরচিত গল্প সবাইকে মুগ্ধ করেছে বলতেই হবে।অনুষ্ঠানে সঙ্গীতের পর শিশু শিল্পী কঙ্কনা দের একক নৃত্য অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে যথেষ্ট সাহায্য করেছে। রবিবারের প্রতীতির সাহিত্যের আসরে এবার অনেক নুতন মুখ অংশগ্রহণ করার ফলে তা বলা যায় এক কথায় চোখে পড়ার মতই।

অনুষ্ঠান সঞ্চালনা অত্যন্ত দক্ষতার সাথেই করতে পেরেছেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতীতির নব নির্বাচিত সভাপতি রাজ কুমার জাজোদিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *