October 28, 2024

কর্ণ রাজার দিঘি তে বরশি তে উঠে এলো 30 কেজি রুই

1 min read

কর্ণ রাজার দিঘি তে বরশি তে উঠে এলো ৩০ কেজি রুই 

প্রদীপ সিনহা  করণদিঘি ভোজন প্রিয় বাঙ্গালীদের পাতে এক টুকরো মাছ থাকলে আর কোন কথাই নেই। আর সেই মাছ যদি নিজের হাতে কেউ পুকুর থেকে ধরে নিয়ে আসে তো কথাই নেই। সেই আনন্দ আর বলার অপেক্ষা রাখেনা। গত ১৫ ই আগস্ট থেকে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি তে কর্ণ রাজার দিঘি তে শুরু হয়েছে একমাস ব্যাপী মাছ ধরা প্রতিযোগিতা। টিকিট করে সেই মাছ ধরতে বহু মানুষ দূরদূরান্ত থেকে আসে। গতবছর করোনার কারণে এখানে মাছ ধরা বন্ধ ছিল। এবার করোনার বিধি-নিষেধ কিছুটা শিথিল হয় আবারো মাছ ধরতে আসা উৎসুক মানুষের ভির উপচে পড়ে কর্ণ রাজার দিঘি তে।

সাবেকি প্রথা মেনে বহু বছর ধরে এই দিঘিতে ১৫  ই আগস্ট এর দিন থেকে একমাস ব্যাপী চলে মাছ ধরা প্রতিযোগীতা। আর দিঘিতে বিভিন্ন ধরনের মাছ রয়েছে বিভিন্ন ওজনের। যে ব্যক্তি সবচেয়ে বড় মাছ ধরতে পারবে তাকে সেই কর্ণ রাজার দিঘি কর্তৃপক্ষ তাকে পুরস্কৃত করে। এবারও কয়েকদিন হয়ে গেল মাছ ধরার প্রতিযোগিতা চলবে একমাস ব্যাপী। তারি মাঝে একজন মাছ ধরতে আসা মানুষের বরশি তে উঠে এলো ৩০ কেজি ওজনের একটি রুই মাছ। যা দেখতে প্রচুর মানুষ সেখানে হাজির হয়ে যায়। জানা যায় এবছর এটাই সবচেয়ে বড় মাছ উঠে এলো এক ব্যাক্তির বরশি তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *