October 29, 2024

ন্যাশনাল মার্শল আর্টস ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২১শের উদ্দ্যোগে মানালিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর জেলার ক্যারাটের ছাত্র ছাত্রীদের জয়জয়কার

1 min read

ন্যাশনাল মার্শল আর্টস ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২১শের উদ্দ্যোগে মানালিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর জেলার ক্যারাটের ছাত্র ছাত্রীদের জয়জয়কার

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ১১ আগস্ট:হিমাচল প্রদেশের মানালিতে অনুষ্ঠিত প্রবুদ্ধ স্কিল সৎকান ইন্টারন্যাশনাল ফেডারেশনের উদ্দ্যোগে অনুষ্ঠিত জাতীয় মার্শাল আর্টস ওপেন চ্যাম্পিয়নশিপ ক্যারাটে প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর জেলা স্পোর্টস ক্যারাটে একাডেমির ছাত্র ছাত্রীরা বিরার সাফল্য পেল বলে জানা যায়।উত্তর দিনাজপুর জেলা স্পোর্টস ক্যারাটে একাডেমির কোচ শিবু কর্মকার বলেন গত ১০ইআগস্ট থেকে১২ই আগস্ট অনুষ্ঠিত ক্যারাটে প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর জেলার ছেলে মেয়েরা বিভিন্ন বিভাগে ৮-টি সোনা,৫টি সিলভার এবং ১টি ব্রোঞ্জ পদক পেয়ে বিরাট সাফল্য পায়।উত্তর দিনাজপুর মোট ১৪ টি পুরস্কার পেয়ে বড় সর সাফল্য অর্জন করে। কোচ শিবু কর্মকার বলেন ১১বছরের দীপান্বিতা কাহার কাটা ইভেন্টে-সিলভার এবং কুমিটা ইভেন্টে-সোনা পায়।

১২ বছরের কৃষ্ণা শোনকর কাহাট কাটা ইভেন্টে-সোনা এবং কুমিটা ইভেন্টে-সোনা পেয়ে জেলার মুখ উজ্জ্বল।করেছে।১৩বছরের সৌরভ রায়-কাটা ইভেন্টে-সিলভার এবং কুমিটা ইভেন্টে-সোনা পায় বলে জানা যায়।১৮বছরের মধুমিতা রায় কাটা ইভেন্টে-ব্রোঞ্জ এবং কুমিতা ইভেন্টে সোনা জয় করে । ১৭ বছরের রিঙ্কি সাহা কাটা ইভেন্টে-সোনা এবং কুমিটা ইভেন্টে-সোনা জয় করতে সমর্থ হয়। ২৭বছরের মামন রায় কাটা ইভেন্টে-সিলভার এবং কুমিটা ইভেন্টেও সিলভার পদক জয় করে। ২৩বছরের রাজকুমার মাহাতো কাটা ইভেন্টে-সোনা এবং কুমিটা ইভেন্টে-সিলভার পদক পায় বলে জানা যায়।উত্তর দিনাজপুর জেলা স্পোর্টস ক্যারাটে একাডেমির কোচ শিবু কর্মকার মানালি থেকে এই প্রতিবেদককে জানান ন্যাশনাল মার্শাল আর্টস ওপেন চ্যাম্পিয়ন শিপ প্রতিযোগিতায় ভারত বর্ষের পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্র প্রদেশ,পাঞ্জাব,তামিলনাড়ু, উত্তর প্রদেশ ও হরিয়ানা রাজ্য থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে বলে জানান।উত্তর দিনাজপুর জেলার ছেলে মেয়েদের এই বিরাট সাফল্যে রায়গঞ্জ তথা।উত্তর দিনাজপুর জেলার ক্রীড়া মহলে ব্যাপক খুশির হওয়া বইছে।জেলার মানুষ ক্যারাটে খেলোয়াড়দের অভিনন্দন জানায় বলে জানা যায়। এই পুরস্কার পাবার পেছনে যার অক্লান্ত পরিশ্রমের ফসল আজ ঘরে আসছে তার মূল কারিগর শিবু কর্মকার বলেই জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *